নতুন মৌসুমকে সামনে রেখে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার তার আচরণে ক্ষুব্ধ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাখ।
রোনালডোর আচরণকে ‘অগ্রহনযোগ্য’ বলে মন্তব্য করেছেন ম্যানইউর কোচ হাখ। রোববার প্রীতি ম্যাচ শেষ হবার আগে ভেন্যু ছেড়ে চলে যাওয়ায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউনাইটেড কোচ।
ইউনাইটেড সংবাদমাধ্যমকে বলেছিল যে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওযা ম্যাচটি শেষ হওয়ার আগে রোনালডোর ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাওয়ার বিষয়ে তাদের কোনো সমস্যা নেই। ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলেছেন রোনালডো। বিরতির পর একমাত্র খেলোয়াড় হিসেবে রোনালডোকে মাঠ থেকে তুলে নেন টেন হাখ।
এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না ইউনাইটেড। যে কারণে দলটি ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন রোনালডো। কারণ যে কোন উপায় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান ৩৭ বছর বয়সী এই পর্তুগাল তারকা।
রোনালডোর আগেভাগে ভেন্যু ত্যাগ করা প্রসঙ্গে কোচ টেন হাখ বলেন, ‘আমি কোনোভাবেই এটি মানতে পারছি না। এটি কারো কাছেই গ্রহনযোগ্য নয়। আমরা একটি দল এবং প্রত্যেককেই খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
বিরতির সময় রোনালডোর বদলী হিসেবে মাঠে নামানো হয় আমোদ দিয়ালোকে। ম্যাচের ৪৮ মিনিটে তিনি গোল করে লিড এনে দেন ইউনাইটেডকে। তবে ৯ মিনিট পর রায়ো ভায়েকানোর হয়ে গোলটি পরিশোধ করে ম্যাচে সমতা আনেন আলভারো গার্সিয়া রিভেরা।
চলতি গ্রীষ্মে রোনালডোর দলবদল নিয়ে আলোচনার শেষ নেই। পর্তুগীজ এই তারকা পরিষ্কার ভাবেই বলে দিয়েছেন যে তিনি ইউনাইটেড ছাড়তে চান। তবে জবাবে ইউনাইটেডও সাফ জানিয়ে দিয়েছে যে তাকে বিক্রি করা হবে না। ইউনাইটেডের সঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি আছে।