বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাবা অলিম্পিয়াডে ষষ্ঠ রাউন্ডে হার বাংলাদেশের

  •    
  • ৪ আগস্ট, ২০২২ ০৯:৪৩

বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমান ডেনমার্কের দুই গ্র্যান্ড মাস্টার বেজরি জোনস বুহ্ল ও অ্যান্ডারসেন ম্যাডসের কাছে পরাজিত হন। দেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও পরাজিত হন ডেনমার্কের প্রতিযোগীর কাছে।

ভারতের চেন্নাইয়ে চলছে ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াড। সে টুর্নামেন্টে বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ডেনমার্কের কাছে ১-৩ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

এ রাউন্ডের খেলায় বাংলাদেশের হয়ে একমাত্র জয় পান গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। তিনি ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার রাসমুসে এলাম স্টিগের বিপক্ষে লড়েছিলেন।

বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমান ডেনমার্কের দুই গ্র্যান্ড মাস্টার বেজরি জোনস বুহ্ল ও অ্যান্ডারসেন ম্যাডসের কাছে পরাজিত হন।

দেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও পরাজিত হন ডেনমার্কের প্রতিযোগীর কাছে।

ওপেন বিভাগে বাংলাদেশ দল পাঁচ খেলায় সাত পয়েন্ট নিয়ে ৬২তম স্থানে রয়েছে।

অপরদিকে নারী বিভাগে বাংলাদেশের নারী দল এই রাউন্ডের খেলায় ১-৩ গেম পয়েন্টে ইরানের কাছে পরাজিত হয়।

নারী বিভাগে ইরানের সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ও ফিদে মাস্টার নাজরানা খান ইভা ইরানের প্রতিযোগীদের সঙ্গে হেরে যান।

বাংলাদেশের নারী দল ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৬৫তম স্থানে রয়েছে।

বৃহস্পতিবার এক দিনের বিরতি দিয়ে আগামী ৫ আগস্ট সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে সুইডেনের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে নারী বিভাগে সিরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

এ বিভাগের আরো খবর