বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও বাংলাদেশের স্পিনে বেসামাল জিম্বাবুয়ে

  •    
  • ২ আগস্ট, ২০২২ ১৭:৫১

১৩ ওভারে ৬৭ রানে ৬ উইকেট হারিয়েছে তারা।টাইগার স্পিনারদের কোনো জবাব খুঁজে পাননি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৯.১ ওভারেই তারা হারায় অর্ধেক লাইন আপ। দলীয় সংগ্রহ তখন ৫৫।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। ১৩ ওভারে ৬৭ রানে ৬ উইকেট হারিয়েছে তারা।টাইগার স্পিনারদের কোনো জবাব খুঁজে পাননি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৯.১ ওভারেই তারা হারায় অর্ধেক লাইন আপ। দলীয় সংগ্রহ তখন ৫৫।

হারারে স্পোর্টিং ক্লাবে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ আক্রমণাত্মক খেলতে থাকেন দুই রোডেশিয়ান ওপেনার রেগিস চাকাবভা ও ক্রেইগ আরভাইন। মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই তারা তুলে নেন ২৯ রান।

চতুর্থ ওভারের প্রথম বলে চাকাবভাকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন নাসুম আহমেদ। ১০ বলে ১৭ করা জিম্বাবুয়ের এই ওপেনারকে অসাধারণ এক ক্যাচে মাঠছাড়া করেন আফিফ হোসেন।

এরপর ওয়েসলি মাধেভেরেকে নিয়ে ইনিংসের চাকা সচল রাখেন দলপতি আরভাইন। কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে জিম্বাবুয়ের শিবিরে ধ্বস নামে। শুরুটা হয় দলীয় ৪৫ রনে মাহেদী হাসানের হাত ধরে।

ব্যক্তিগত ৫ রানে মাহেদীর বলে স্টাম্প হারিয়ে সাজঘরে ফেরেন মাধেভেরে। পরের বলে রানের খাতা খোলার আগে মাঠ ছাড়তে হয় সিকান্দার রাজাকে।

দলীয় ৫৪ রানে সিন উইলিয়ামস ফেরেন মোসাদ্দেকের শিকার বনে ২ রানে। পরের ওভারেই বিশ্রাম থেকে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ নিজের প্রথম ওভারেই ফেরান উইকেট আগলে থাকা আরভাইনকে।

এ বিভাগের আরো খবর