এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হারারে স্পোর্টিং ক্লাবে টস হেরে বোলিংয়ে নামতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।
সিরিজের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহানের ইনজুরি। আঙ্গুলের ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে পাঠানো মাহমুদউল্লাহ রিয়াদকে ডাকা হয়েছে শেষ ম্যাচের জন্য।
সিরিজের শেষ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়ে। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও টানাকা চিভাঙার বদলে একাদশে ডাকা হয়েছে জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড এভানস।
বাংলাদেশ একাদশেও আছে তিন পরিবর্তন। ইনজুরির জন্য একাদশে নেই নুরুল হাসান সোহান। সেই সঙ্গে বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার ও শরীফুল ইসলাম। পরিবর্তে একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসুম আহমেদ আর অভিষেক হচ্ছে পারভেজ ইমনের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, পারভেজ ইমন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মাহাদী হাসান ও হাসান মাহমুদ।