বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ মাবিয়া

  •    
  • ১ আগস্ট, ২০২২ ২২:৪৭

স্ন্যাচে ৭৮ কেজি তোলেন মাবিয়া। ৬৩ কেজি ওজন শ্রেনীতে অংশ নেয়া মাবিয়ার ক্যারিয়ার সেরা ওজন ৮০ কেজি। 

কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে নিজের ইভেন্টে ১২ জন প্রতিযোগীর মধ্যে ৮ম হয়েছেন দেশসেরা নারী ভারোত্তলক মাবিয়া আক্তার। নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

সোমবার সন্ধ্যায় বার্মিংহামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের এক নম্বর হলে স্ন্যাচে ৭৮ কেজি তোলেন মাবিয়া। ৬৪ কেজি ওজন শ্রেনীতে অংশ নেয়া মাবিয়ার ক্যারিয়ার সেরা ওজন ৮০ কেজি। তবে নিজের আরেক ইভেন্ট ক্লিন অ্যান্ড জার্কে সেরাটা ধরে রেখেছেন এসএ গেমসে জোড়া স্বর্ণ জেতা এই ভারোত্তোলক। ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি ওঠান তিনি। সবমিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আসরের ১২ ভারোত্তোলকের মধ্যে ৮ম হয়েছেন মাবিয়া।সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮৩ কেজি তুলেছিলেন দেশ সেরা এই ভারোত্তোলক।

মাবিয়ার ইভেন্টে স্বর্ণজয়ী ক্যানাডার ভারোত্তলক মওদ জি ক্যারন তুলেছেন মোট ২৩১ কেজি।

বাংলাদেশের অ্যাথলিটরা টেবিল টেনিস, সাঁতার, জিমন্যাস্টিকসে অংশ নিয়েছেন। কিন্তু কোনোটিতে পদকের লড়াইয়ে থাকতে পারেননি। টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও ভারতের কাছে হেরে বিদায় নিয়েছেন।

কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাবাহী মাবিয়া আক্তারের ওপর শিরোপার প্রত্যাশা না থাকলেও, নিজের সেরা ওজন তুলতে না পারায় আরেকটি খেলায় ব্যর্থতার পাল্লা ভারী হলো বাংলাদেশের।

এ বিভাগের আরো খবর