২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের যোগ দেয়ার মধ্য দিয়ে শুরু মেসি-নেইমার বন্ধুত্বের। পরের প্রায় এক দশক নানা চড়াই-উতরাই পেরিয়ে সে বন্ধুত্ব এখনও অটুট। বার্সেলোনার পর দুই তারকাই এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)।
গত মৌসুমে খারাপ পারফরম্যান্সের কারণে ভক্তদের মন জয় করতে পারেননি মেসি ও নেইমার। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাদের। তবে নতুন মৌসুমের শুরুটা দুজনই করেছেন দারুণভাবে।
ট্রফি দ্য চ্যাম্পিয়নের ম্যাচে নঁতেকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা দিয়েই মৌসুম শুরু করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজিভক্তদের জন্য তার চেয়েও খুশির খবর ছিল মেসি ও নেইমারের পারফরম্যান্স। জোড়া গোল করেছেন নেইমার আর এক গোল ও অ্যাসিস্ট করে ফাইনাল সেরা হয়েছেন লিওনেল মেসি।
ম্যাচ শেষে মেসির সমালোচকদের এক রকম ধুয়ে দিয়েছেন নেইমার। স্টেডিয়ামে ও লকার রুমে কী হয়, সেটা নিয়ে ধারণা না রেখেই সবাই মনগড়া কথা বলেন- এমনটা বলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।
নেইমার বলেন, ‘আমার মনে হয় না এবারে মেসিকে নতুন করে শুরু করতে হবে। তারা আসলে কী হচ্ছে সেটা না জেনেই মন্তব্য করে। লিও হচ্ছে লিও। সব সময়ই সে একই রকম ছিল ও থাকবে। সে-ই পার্থক্য গড়ে দেয় দলের হয়ে। সে জানে কীভাবে মানিয়ে নিতে হয়।’
শুধু মেসি বা নিজের কথাই নয়, নেইমার পুরো স্কোয়াডের পারফরম্যান্স নিয়ে আশাবাদী। নতুন মৌসুমে শিরোপা জিততে দল মুখিয়ে আছে বলে জানান নেইমার।
তিনি যোগ করেন, ‘আমার, লিও ও কিলিয়ানের জন্য ভালো কিছু হবে- এমনটাই প্রত্যাশা করি। তেমনটা হলে দলের জন্যও সেটা ভালো। জয় দিয়ে শুরু করাটা জরুরি। এই জয়ের কারণে একটা ট্রফি জিতেছি। যেটাই হোক না কেন, আমাদের আরও শিরোপা জিততে হবে।’
সামনের রোববার ক্লেম ফুঁতের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করবে পিএসজি।