নতুন মৌসুমের শুরুতেই জ্বলে উঠেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই তারকা ফুটবলার নেইমার ও লিওনেল মেসি।
ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে এ দুই তারকার গোলে নঁতের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি।
ইসরায়েলের তেল আবিবের ব্লুফফিল্ড স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরু থেকেই নঁতেকে চেপে ধরে পিএসজি। ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড পায় ফরাসি জায়ান্টরা। লিওনেল মেসি লিড এনে দেন দলকে।
মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল ঢুকিয়ে পিএসজিকে আনন্দে মাতান আর্জেন্টাইন এ তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নাম তোলেন নেইমার। ডি-বক্সের বাম দিক থেকে নেয়া দূরপাল্লার শটে জালের ঠিকানা খুঁজে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলীয় এ তারকা।
ম্যাচের ৫৭ মিনিটে বাম দিক থেকে পাওলো সারাবিয়ার নেয়া শট ঠেকিয়ে দিলেও সার্জিও রামোসের নেয়া ফিরতি শটে ব্যবধান ৩-০ হয়।
এরপর ৮২ মিনিটের মাথায় নঁতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নেইমার। তার সফল স্পটকিকে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পিএসজি।