বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রান পাহাড় জয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

  •    
  • ৩০ জুলাই, ২০২২ ২০:০৩

১৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১৪৬ রান। বিনিময়ে হারিয়েছে তারা ৫টি উইকেট। ক্রিজে আছেন নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

জিম্বাবুয়ের ছুড়ে দেয়া পাহাড়সম রানের জবাবটা ভালোই দিচ্ছে বাংলাদেশ। ১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১৪০ রান। বিনিময়ে হারিয়েছে তারা ৪টি উইকেট।

রান পাহাড় তাড়ার মিশনে নেমে শুরুতেই মুনিম শাহরিয়ারের বিদায় বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশ শিবিরে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৮ বলে ৪ করে বিদায় নেন ডানহাতি এই ওপেনার।

দ্রুত উইকেট পতনের পর দলকে টেনে তোলার মিশনে নামেন লিটন দাস। সঙ্গে নেন এনামুল হক বিজয়কে। দুজনের অবিচ্ছেদ্য ৫৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

তবে দলীয় ৬৩ রানে বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় লিটন দাসকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৩২ রান।

ইনিংসের দশম ওভারে টাইগার শিবিরে তৃতীয় আঘাতটি হানেন সিকান্দার রাজা। ডিপ মিড উইকেটে রোডেশিয়ান এই স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে শুম্বার হাতে ধরা দিয়ে ২৭ বলে ২৬ করে বিদায় নেন বিজয়।

আর তাতেই পতন ঘটে টাইগারদের তৃতীয় উইকেটের।

এর আগে হারারে স্পোর্টিং ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রোডেশিয়ানরা। দলীয় ১৫ রানেই মুস্তাফিজুর রহমানের শিকার বনে সাজঘরের পথ ধরেন ওপেনার রেগিস চাখাবা। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ রান।

তবে দ্রুত উইকেট পতনের ধাক্কা কাটিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন ওয়েসলি মাধভেরে ও ক্রেইগ আরভাইন। দুজনে মিলে দলীয় সংগ্রহ অর্ধশতকের ওপরে নিয়ে যান।

তবে ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলে এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৮ বলে ২১ করা ক্রেইগ আরভাইনকে ফিরিয়ে আনেন ব্রেক থ্রু।

সঙ্গী বিদায় নিলেও উইকেট কামড়ে ধরে ব্যাট চালাতে থাকেন মাধভেরে। সিন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে সচল রাখেন দলের রানের চাকা।

১৯ বলে ৩৩ করা উইলিয়ামসকে মুস্তাফিজ মাঠছাড়া করলেও সিকান্দার রাজাকে নিয়ে ব্যাটিং-তাণ্ডব অব্যাহত রাখেন মাধভেরে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ৩৭ বলে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক।

অর্ধশতক হাঁকিয়েই শরিফুল-নাসুমদের ওপর আরও চড়াও হন মাধভেরে। কম যাচ্ছিলেন না সঙ্গী সিকান্দার রাজাও। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রোডেশিয়ানরা।

সফরকারীদের হয়ে ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। একটি উইকেট যায় মোসাদ্দেক হোসেন সৈকতের ঝুলিতে।

এ বিভাগের আরো খবর