বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেলসি নয়, বার্সেলোনাতেই যাচ্ছেন কুন্দে

  •    
  • ২৮ জুলাই, ২০২২ ১৭:০১

জুলেস কুন্দে নিজের গন্তব্য হিসেবে বেছে নিলেন কাতালান ক্লাবটাকেই। ২৩ বছর বয়সী কুন্দেকে পেতে ৫ কোটি ডলার খরচ করতে হচ্ছে বার্সাকে।

নতুন মৌসুম শুরু হতে ক্লাবগুলোর হাতে খুব বেশি সময় নেই। দেরিতে দলবদলের বাজারে নামা বার্সেলোনা শেষ মুহূর্তে দলে ভেড়াচ্ছে পছন্দের তারকা খেলোয়াড়দের। চেলসির কোচ টুখেলের পছন্দের ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্দেকে এবার দলে ভেড়াতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

আর্থিক সংকট কাটিয়ে বার্সেলোনা সামনের মৌসুমের জন্য লিডসের রাফিনিয়া, বায়ার্নের রবার্ট লেওয়ানডোভস্কিকে বড় অঙ্কের টাকা খরচ করে এরই মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে স্প্যানিশ এ ক্লাবটি। এবার কুন্দেকে দলে ভেড়ানোর মিশনে নেমেছে নতুন কোচ চাভি এর্নান্দেস।

প্রথম দিকে কুন্দে চেলসিতে যাবেন এমন গুঞ্জন ছিল। তবে চেলসির কাছ থেকে একরকম জোর করেই বার্সেলোনায় আনা হচ্ছে। শেষ পর্যন্ত ফরাসি এ ডিফেন্ডার নিজের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন কাতালান ক্লাবকে। ২৩ বছর বয়সী কুন্দেকে পেতে তার বর্তমান ক্লাব সেভিয়াকে ৫ কোটি ডলার দিচ্ছে বার্সা।

কুন্দেকে দলে পেতে বার্সেলোনার ১ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ বিভিন্ন শর্তসাপেক্ষে অতিরিক্ত খরচ করতে হবে। সামনের সপ্তাহেই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর