মাঠের ভেতর কোনো ধরনের ধোঁয়া, বোমা ও পাইরোটেকনিক ব্যবহারের বিষয়ে সমর্থকদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফুটবল লিগ কর্তৃপক্ষ।গত মৌসুমে এসবের ব্যবহার অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। বিশেষ করে মৌসুম শেষে শিরোপাজয়ী কিংবা লিগে টিকে থাকা ও উন্নীত হওয়া দলের সমর্থকদের সাফল্য উদযাপনের বিষয়টি ছিল ধ্বংসাত্মক। মাঠের ভেতরে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের ব্যবহার সবার দৃষ্টি আকর্ষণ করেছে।প্লে-অফ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে পরাজিত হওয়ার পর শেফিল্ড ইউনাইটেডের অধিনায়ক বিলি শার্পকে মাঠের ভেতরে আক্রমণ করে বসে উত্তেজিত সমর্থকরা। এ ছাড়া ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার প্যাট্রিক ভিয়েরাকেও সমর্থকদের হেনস্তার শিকার হতে হয়েছে।আগুন, বোমা কিংবা অন্য দাহ্য পদার্থের ব্যবহার ইউরোপসহ বিশ্বের অন্য লিগে প্রায়ই দেখা যেত। ইংল্যান্ডে এগুলোর ব্যবহার তেমন ছিল না। ইদানীং এর ব্যবহার ইংল্যান্ডের ফুটবল ম্যাচগুলোতে নিয়মিত হয়ে গেছে। লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, নতুন মৌসুমের শুরু থেকে স্থানীয় পুলিশের কাছে এ ধরনের ঘটনা যেকোনো ক্লাবের বিপক্ষে ক্রিমিনাল রেকর্ড হিসেবে গণ্য হবে। আর তা যথাযথভাবে প্রমাণিত হলে অবশ্যই সেই ক্লাবকে শাস্তি পেতে হবে। একই সঙ্গে কেউ যদি মাঠের ভেতর প্রবেশ করে এবং তার কাছে যদি কোনো ধরনের দাহ্য পদার্থ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ঐ ক্লাবের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই সে নিষিদ্ধ হয়ে যাবে। ইংলিশ লিগ ও এফএ আরো জানিয়েছে তারা বিষয়টি নিয়ে পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া সব ঘটনার ভিডিও ফুটেজ যাতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরিয়ে ফেলা যায়, সে বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এফএ প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, ‘গত মৌসুমের শেষে সমর্থকদের মধ্যে যে ধরনের অসামাজিক কার্যকলাপ আমরা দেখেছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে আমরা বিষয়টি নিয়ে বেশ চিন্তা করেছি। এ ব্যাপারে ক্লাবগুলোকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।’লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা ঘোষণা করেছে ফুটবল সাপোটার্স অ্যাসোসিয়েশন (এফএসএ)।
উগ্র সমর্থকদের প্রতি আরও কঠোর হলো ইংলিশ এফএ
লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, নতুন মৌসুমের শুরু থেকে স্থানীয় পুলিশের কাছে এই ধরনের ঘটনা যেকোনো ক্লাবের বিপক্ষে ক্রিমিনাল রেকর্ড হিসেবে গণ্য হবে।
এ বিভাগের আরো খবর/p>