বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু বাংলাদেশ যুব দলের

  •    
  • ২৬ জুলাই, ২০২২ ০০:১৬

বিরতির পর শ্রীলঙ্কা ও বাংলাদেশ বেশ কয়েকবার চেষ্টা করেও কোনো দল নিজেদের কাঙ্খিত গোলের দেখা পায়নি। তবে ৫১তম মিনিটে শ্রীলঙ্কা ফরওয়ার্ড থেসাম থুসমিকার দারুণ একটি শট রুখে দেন গোলকিপার।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কলিংগা স্টেডিয়ামে সোমবার ফরওয়ার্ড মিরাজুল ইসলামের একমাত্র গোলে জয় পায় স্মলির শিষ্যরা।

ম্যাচের শুরুটা দারুণ করে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের ৫ম মিনিটে লিড পাওয়ার সুযোগ পায় অধিনায়ক তানভীর হোসেনের দল। লঙ্কানদের বক্সের ভেতরে পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরওয়ার্ড পিয়াস আহমেদ নোভা। লঙ্কান গোলকিপার শেন বানুকা ক্রসের গায়ে বল মেরে দেন তিনি। শটটি খুব সহজেই ফেরাতে সক্ষম হন লঙ্কান গোলকিপার।

এছাড়াও ২০তম ও ৩৩তম মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করেন বাংলাদেশের রফিকুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভা।

বিরতির পর শ্রীলঙ্কা ও বাংলাদেশ বেশ কয়েকবার চেষ্টা করেও কোনো দল নিজেদের কাঙ্খিত গোলের দেখা পায়নি। তবে ৫১তম মিনিটে শ্রীলঙ্কা ফরওয়ার্ড থেসাম থুসমিকার দারুণ একটি শট রুখে দেন গোলকিপার।

সব শেষ ম্যাচের ৭১ মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় সিরাজুল ইসলাম। বক্সের ডান পাশ থেকে করা তার একমাত্র গোলে প্রথম ম্যাচে জয় পায় সদ্য দায়িত্ব নেয়া কোচ স্মলির দল।

এর আগে দিনের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মালদ্বীপ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বিকেল সাড়ে ৪টায় স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এ বিভাগের আরো খবর