পিএসজির জাপান সফরে জয়রথ থামছেই না। ক্লাব প্রীতি ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নিল ফ্রেঞ্চ জায়ান্টরা। জাপানি ক্লাব গাম্বা ওসাকার বিপক্ষে প্রথমার্ধে সমতায় থাকলেও মেসি-নেইমার-এমবাপের নৈপুণ্যে শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই সমানতালে পিএসজির সঙ্গে লড়াই চালিয়ে যায় ওসাকা। যা অব্যাহত ছিল ম্যাচের শেষ পর্যন্ত। গোলপোস্টে পিএসজির ২৮টি শটের বিপক্ষে ওসাকা নেয় ১৬টি শট। যদিও ফ্রেঞ্চ জায়ান্টদের ১৭ টি শট ছিল লক্ষ্যে আর স্বাগতিকদের ছিল ৮টি শট।
তবে বল দখলে ম্যাচের পুরোটা সময় এগিয়ে ছিল ওসাকা। পুরো ম্যাচের ৫১ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে স্বাগতিকরা। অপরদিকে সফরকারীরা দখলে রাখে ৪৯ শতাংশ সময়ে।
কিন্তু সেয়ানে সেয়ানে লড়াইয়ের পরেও ম্যাচের ২৮ তম মিনিটে পিছিয়ে পরে ওসাকা। পাবলো সারাবিয়ার গোলে লিড নেয় পিএসজি। ৩২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
ঠিক তার দুই মিনিটের মাথায় ব্যবধান কমান কেইসুকি কুরোকাওয়া।
৩৭তম মিনিটে ফের ওসাকার জালে আঘাত হানেন নুনো মেন্ডেস। আর ৩৯ মিনিটে ওসাকার রক্ষণ চিড়ে জালের ঠিকানা খুঁজে নিয়ে ব্যবধান ৪-১ করেন লিওনেল মেসি।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে প্রথম থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে ওসাকা। কিন্তু ৬০ মিনিটের মাথায় নেইমারের কল্যাণে তাদের হজম করতে হয় পঞ্চম গোল।
ম্যাচের ৭০ মিনিটের সময় হিরোতো ইয়ামামির গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৫-২ এ।
ওসাকার কফিনে ম্যাচের ৮৬ মিনিটের মাথায় শেষ পেরেকটি ঠুকে দেন কিলিয়ান এমবাপে। ডি বক্সের ভেতর ফাউলের সুবাদে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে সফল স্পট কিকে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপে।
আর তাতেই ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।