বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্সেলোনার মেসি অধ্যায় শেষ হয়ে যায়নি

  •    
  • ২৫ জুলাই, ২০২২ ১৩:২৭

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সামনের বছর এই আর্জেন্টাইনকে ক্লাবে ফেরানোর জন্য সভাপতিকে অনুরোধ করেছেন কোচ চাভি এরনান্দেস।

বার্সেলোনায় লিওনেল মেসির অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। একই সঙ্গে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো দাবি করেছে সামনের বছর এ আর্জেন্টাইনকে ক্লাবে ফেরানোর জন্য সভাপতিকে অনুরোধ করেছেন কোচ চাভি এরনান্দেস।গত গ্রীষ্মে ক্লাব কর্তৃপক্ষ চুক্তি নবায়নের বিষয়ে আগ্রহ না দেখালে ২১ বছরের সম্পর্ক ত্যাগ করে মেসি ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দেন। মেসি যোগ দেবার পর পিএসজি তাদের হারানো লিগ ওয়ান শিরোপা জয় করে।ক্রীড়ামাধ্যম ইএসপিএনের সঙ্গে সাক্ষাৎকারে লাপোর্তা রোববার রাতে বলেন, ‘মেসি আমাদের সবকিছু ছিল। বার্সেলোনার সেই সর্বকালের সেরা খেলোয়াড়। সবচেয়ে দক্ষ। তার সঙ্গে শুধু ইয়োহান ক্রুইফের তুলনা চলে। কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

‘তবে এখনও আমার আশা যে মেসি অধ্যায় বার্সেলোনায় শেষ হয়ে যায়নি। আমি এও বিশ্বাস করি যে এই বিষয়টির সঠিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবার।’এর আগেও লাপোর্তা মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে নিয়ে আসার আগ্রহের কথা জানিয়েছেন। এই ক্লাবের হয়ে মেসি জিতেছেন ৭টি ব্যালন ডর। পুরো বার্সা ক্যারিয়ারে ৭৭৮টি ম্যাচ খেলে রেকর্ড ৬৭২ গোল করেন তিনি। পিএসজির সঙ্গে আর মাত্র এক বছরের চুক্তি বাকি আছে মেসির। চাইলে আর এক বছর বাড়াতেও পারেন তিনি।লাপোর্তা আরও বলেন, ‘বার্সার সভাপতি হিসেবে আমার যা করার ছিল তা-ই আমি করেছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, মেসি আমাদেরই খেলোয়াড়।’লাপোর্তা বলেন, এই মুহূর্তে ক্লাবের আয় ইতিবাচক অবস্থায় রয়েছে। মাসখানেকের মধ্যে এই আয়ের পরিমাণ ৬৫ কোটি ইউরোতে পৌঁছাবে। বার্সেলোনা তাদের ২৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করেছে। লাপোর্তা আয় বাড়ানোর দিকে আরও জোর দিচ্ছেন।

মেসির ক্লাবে ফেরার গুঞ্জনে হাওয়া দিয়েছে স্প্যানিশ দৈনিক স্পোর্ত। তাদের দাবি, সামনের বছর মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হওয়ার পর বার্সেলোনায় তাকে চাইছেন চাভি।

এ বিভাগের আরো খবর