ত্রিনিদাদে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। পোর্ট অফ স্পেনে উইন্ডিজের দেয়া ৩১২ রানের টার্গেট ২ বল অক্ষত রেখে ছুঁয়ে দেয় সফরকারী দল।
আগে ব্যাট করে শেই হোপের সেঞ্চুরি ও নিকোলাস পুরানের ঝোড়ো ৭৪ রানের ইনিংসে ৬ উইকেটে ৩১১ রান বোর্ডে জমা করে উইন্ডিজ। জবাবে শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন ও আক্সার প্যাটেলের হাফ সেঞ্চুরিতে জমজমাট ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ভারত।
স্বাগতিক দলের দেয়া বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দেখেশুনে শুরু করার পর ইনিংস বড় করতে পারেননি টপ অর্ডারের ৩ ব্যাটার।
অধিনায়ক শিখর ধাওয়ান আউট হন ১৩ রান করে। শুভমান গিলের ব্যাট থেকে আসে ৪৩ আর সুরিয়াকুমার ইয়াদভ বোল্ড হন ৯ রান করে।
এরপর ভারতকে ম্যাচ ফেরান আইয়ার ও স্যামসন। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন এ দুজন।
দুজনই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। আইয়ার ৬৩ আর স্যামসন ৫৪ রান করেন। দীপক হুডা আউট হন ৩৩ রান করে।
২৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারতের তখন জয়ের জন্য প্রয়োজন ৫৬ রান। অক্ষত ছিল ৩৫ বল। শেষ দিকে আক্সার প্যাটেলের মারমুখী ফিফটিতে জয় পায় সফরকারীরা।
৩৫ বলে ৫ ছক্কায় ৬৪ রান করে দলকে জয় পাইয়ে দেন আক্সার। ম্যাচসেরাও হন তিনি।
এর আগে নিজের শততম ওয়ানডেতে শেই হোপ তুলে নেন তার ১৩তম সেঞ্চুরি। সঙ্গে কাইল মায়ার্সের ৩৯, শামার ব্রুকসের ৩৫ ও নিকোলাস পুরানের ৭৪ রানের ইনিংসের সাহায্যে ৩০০ ছাড়ানো স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের শেষ ওয়ানডে বুধবার একই ভেন্যুতে।