বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল অ্যাস্টন ভিলা

  •    
  • ২৪ জুলাই, ২০২২ ০৩:২৮

প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকলেও ড্র করেই মাঠ ছাড়তে হয় ম্যান ইউকে।

ক্লাব প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় বঞ্চিত করল অ্যাস্টন ভিলা। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকলেও ড্র করেই মাঠ ছাড়তে হয় ম্যান ইউকে।

অস্ট্রেলিয়ার অপটাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভিলাকে চেপে ধরে রেড ডেভিলরা। যার ফলে ম্যাচের ২৫ মিনিটের মাথাতেই লিড নেয় ম্যান ইউ। ডিফেন্ডার লুক শয়ের পাস ধরে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে লিড এনে দেন জোডান সানচো।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোদের ওপর বিষফোঁড়া হয়ে আসে অ্যাস্টন ভিলার ডিফেন্ডার ম্যাটি ক্যাশের আত্মঘাতী গোল। ৪২তম মিনিটের সেই গোল ২-০ তে এগিয়ে দেয় ইউনাইটেডকে।

প্রথমার্ধে আক্রমণে ইউনাইটেড থাকলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেই চার মিনিটের মধ্যে ব্যবধান কমায় ভিলা। আর্জেন্টাইন উইঙ্গার এমি বুইন্দিয়ার বাড়িয়ে দেয়া বল বাগে নিয়ে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল হয়নি লিয়ন বেইলির।

আর তাতেই ব্যবধান কমে দাঁড়ায় ২-১ এ।

এরপর সমান তালে চলতে থাকে আক্রমণ প্রতি আক্রমণ। তবে সফলতা পাচ্ছিল না কোন দলই। বলা যায়, নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল ম্যান ইউ।

তবে পাশার দান বদলে যায় যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে। এবারে লিয়ন বেইলির দুর্দান্ত এক পাস থেকে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান কলাম চেম্বার্স।

আর তাতেই জয়ের আশা ধূলিস্মাত হয়ে যায় রেড ডেভিলদের। সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এ বিভাগের আরো খবর