দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কায় থাকা বার্সেলোনার আর্থিক অবস্থা পরিবর্তন হতে শুরু করেছে। এ বছর প্রায় ৫০ কোটি ইউরো তহবিল জোগাড়ের পর আরও ৪০ কোটি ইউরো অর্থ জোগাড় করেছে স্পেনের অন্যতম ঐতিহ্যবাহী এ ক্লাব।
গত সাত মাসে আমেরিকার ইনভেস্টমেন্ট ফার্ম সিক্সথ স্ট্রিট ও সুইডিশ মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি থেকে ৪৮ কোটি ইউরো পায় বার্সেলোনা। এবারে ১৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করে বাড়তি ৪০ কোটি ইউরো পেয়েছে তারা।
সিক্সথ স্ট্রিট শুরুতে বার্সেলোনার কাছ থেকে ১০ শতাংশ টিভি স্বত্ব কিনে নিয়েছিল, যার বিনিময়ে তারা ২০ কোটি ইউরো দিয়েছে। বাড়তি ১৫ শতাংশও আমেরিকান কোম্পানিটি কিনে নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেসির সাবেক ক্লাব।
ফলে বার্সেলোনার মোট টিভি স্বত্বের ২৫ শতাংশের মালিক এখন সিক্সথ স্ট্রিট। আগামী ২৫ বছরের জন্য এ মালিকানা তাদের থাকছে।
বার্সেলোনা মূলত এ ৯০ কোটি ইউরো তাদের কর্মকর্তা ও খেলোয়াড়দের পারিশ্রমিক, ভাতাসহ দলবদলে কাজে লাগাতে চায়। একই সঙ্গে তাদের প্রায় যে ১০০ কোটি ইউরো দেনা আছে সেটার কিস্তিও এখান থেকে পরিশোধ করার আশা ক্লাবটির।
লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর থেকে বার্সেলোনার বৈশ্বিক আবেদনে যে ভাটা পড়েছিল তাদের সেটা থেকে উত্তরণে আনসু ফাতি, পেদ্রি, গাভি ও ফেরান তরেসের মতো নতুন তারকাদের বৈশ্বিক ব্র্যান্ডিং করতে চায় কাতালান ক্লাবটি।