ভারতের ভুবনেশ্বরে আয়োজন করা হচ্ছে এবারের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ চার দেশের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৫ জুলাই। এবাবের আসরে যোগ দিতে শুক্রবার বিকেলে ভারত যাচ্ছে অনূর্ধ্ব ২০ দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
অনূর্ধ্ব ২০ ফুটবল দলের অধিনায়ক তানভির হোসেন সংবাদ সম্মেলনে বলেন তার দলের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে।
তিনি বলেন,‘আমরা আশাবাদী। ম্যাচ বাই ম্যাচ খেলে এগুতে চাই। আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল পর্যন্ত যাওয়া। ফাইনালে গেলে লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’
এবারের আসর ৫টি দল নিয়ে আয়োজিত হবে। বাংলাদেশ ও স্বাগতিক ভারত ছাড়াও আসরে অংশ নেবে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল।
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বে পল স্মলি। এর আগে তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। কোচের দায়িত্বে এবারই প্রথম তিনি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিয়ে ভারত যাচ্ছেন।
২৫ জুলাই উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বিকেল ৪টায় নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ।
৫ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের।