বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিরোপা খোয়ানোর ঝাল শেখ জামালের ওপর ঝাড়ল আবাহনী

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১৯:১৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০তম রাউন্ডের ম্যাচে শেখ জামালকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আবাহনী। জোড়া গোল এসেছে নাবীব নেওয়াজ জীবনের পা থেকে।

আগের দিনই বসুন্ধরা কিংসের কাছে শিরোপা সম্ভাবনা শেষ হয়েছে আবাহনী লিমিটেডের। বসুন্ধরা টানা তৃতীয় লিগ শিরোপা জিতে নেয়ায় আরও এক বছর খালি হাতেই লিগ মৌসুম শেষ করতে হচ্ছে আবাহনীকে। কিংসের শিরোপা নিশ্চিতের পরদিন সে ঝালটাই যেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর ঝাড়ল আকাশি নীলরা।

কুমিল্লায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০তম রাউন্ডের ম্যাচে শেখ জামালকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আবাহনী। নিশ্চিত করেছে দ্বিতীয় সেরা হয়েই লিগ শেষ করছে তারা।

কুমিল্লায় আবাহনীর পক্ষে গোল উৎসবের শুরু করেন ইমন মাহমুদ। ৫ মিনিটে এ মিডফিল্ডারের গোলে লিড নেয় ধানমন্ডির জায়ান্টরা। লিড দ্বিগুণ করতে কিছুটা সময় নেয় আবাহনী।

ম্যাচের ৩৮ মিনিটে রাফায়েল অগুস্তোর গোলে স্কোরলাইন ২-০ করে আবাহনী। এর চার মিনিট পর আবারও গোলের দেখা পায় তারা। এবারে লক্ষ্যভেদ করেন দানিয়েল কলিনদ্রেস।

৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আবাহনী। একই সঙ্গে ম্যাচভাগ্যও নিশ্চিত করে ফেলে তারা।

বিরতির পর শেখ জামাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও খুব একটা ফল আসেনি। উলটো আরও দুই গোল হজম করে বসে বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।

আবাহনী শেষ দুই গোল আসে নাবীব নেওয়াজ জীবনের পা থেকে। জাতীয় দলের এ ফরোয়ার্ড ৭৮ মিনিটে গোল করার চার মিনিট পর নিজের দ্বিতীয় ও আবাহনীর পঞ্চম গোল স্কোর করেন।

৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমসের স্কোয়াড। এ জয়ে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান নিশ্চিত হলো আবাহনীর। তিনে থাকা সাইফ স্পোর্টিংয়ের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে তারা। ২০ ম্যাচে সাইফের সংগ্রহ ৩৪।

সমান ম্যাচে শেখ জামালের সংগ্রহও ৩৪। তবে গোল ব্যবধানে পিছিয়ে জোসেফ আফুসির দল।

এ বিভাগের আরো খবর