বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিফার কাছে ৫ কোটি ইউরো দাবি শাখতারের

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১৭:০৭

ফিফার আইন অনুসারে সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় এর মধ্যে ৪ জন বিদেশি খেলোয়াড়কে হারিয়েছে শাখতার। এর ফলে সব মিলিয়ে ৫ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে পালকিন দাবি করেন।

ট্রান্সফার ফির ক্ষতিপূরণ বাবদ ফিফার কাছে ৫ কোটি ইউরো দাবি করেছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেস্ক।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে জুনে ফিফা বিদেশি খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায়। ক্লাবগুলো এ নিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করে।

এ সম্পর্কে শাখতার দোনেস্কের প্রধান নির্বাহী সার্গেই পালকিন বিবিসি স্পোর্টসকে বলেন, ‘আমরা এটা করতে বাধ্য হয়েছি। কারণ ফিফা আমাদের প্রতি পুরোপুরি অবিচার করেছে। এর মাধ্যমে আমরা ট্রান্সফার বাবদ খেলোয়াড়দের চুক্তি শেষে যে পরিমান অর্থ আয় করতে পারতাম তার সবই শেষ হয়ে গেছে। ক্লাবগুলো ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

‘এই মুহূর্তে এমনিতে ইউক্রেনিয়ার ক্লাবগুলো যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। এ ক্লাবগুলোর প্রতি ফিফার কিছুটা হলেও সম্মান দেখানো উচিৎ। ক্লাবগুলোকে রক্ষা করার কোন ইচ্ছা ফিফা দেখায়নি। পুরো পরিস্থিতি কীভাবে সমাধান করা যায় সে ব্যপারে আমাদের সঙ্গেও কোনো ধরণের আলোচনা তারা করেনি।’

চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলে আসছে ইউক্রেনের চ্যাম্পিয়ন এ ক্লাব। ফিফার আইন অনুসারে সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় এর মধ্যে ৪ জন বিদেশি খেলোয়াড়কে হারিয়েছে শাখতার। এর ফলে সব মিলিয়ে ৫ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে পালকিন দাবি করেন।

গত ২১ জুন ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায় ৩০ জুনের মধ্যে ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে ২০২৩ সালের ৩০ জুন ইউক্রেনের ক্লাবগুলোর সঙ্গে বিদেশি খেলোয়াড় ও কোচরা তাদের চুক্তি বাতিল করতে পারবে।

শাখতারে ১৪ জন বিদেশি খেলোয়াড় আছেন। ক্লাবের ক্ষতি পুষিয়ে নিতে শাখতার এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে অন্য ক্লাবের কাছে ভাল মূল্যে বিক্রি করতে চেয়েছিল।

শাখতারের দাবি খেলোয়াড়দের সঙ্গে চুক্তির বিষয় চূড়ান্ত করতে তারা মাত্র এক সপ্তাহ সময় হাতে পেয়েছে। এত কম সময়ে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা সম্ভব নয়।

শাখতার জানিয়েছে ফিফা আইনের কারণে মিডফিল্ডার মানোর সলোমোন তার স্থায়ী চুক্তি বাতিল করে ফুলহ্যামে পাড়ি জমিয়েছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাতেয়াস কারদোসো অলিম্পিক লিঁওতে চলে গেছেন।

যুদ্ধের কারনে গত ২৭ এপ্রিল থেকে ইউক্রেনের প্রিমিয়ার লিগ বন্ধ রয়েছে।

এ বিভাগের আরো খবর