করোনা টিকা না নেয়া খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে দ্বিতীয়বার চিন্তা করবেন বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ম্যানেজার টমাস টুখেল।টিকা না দেয়ার কারণে টুখেল চেলসির প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে দলে পাচ্ছেন না দুই তারকা মিডফিল্ডার এনগোলো কান্তে ও রুবেন লফটাস-চিককে। লস অ্যাঞ্জেলেসে চেলসির অনুশীলনে এই দুজন অনুপস্থিত রয়েছেন।লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করবে চেলসি। এরপর শার্লট এফসি ও আর্সেনালের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা।বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রিমিয়ার লিগকে সামনে রেখে খেলোয়াড়দের টিকা দেয়ার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। লিগের প্রায় সব ক্লাব একই সমস্যায় ভুগছে।সে কারণে দলবদলের সময়ে টিকা দেয়া খেলোয়াড়দের নিতে আগ্রহী চেলসি ম্যানেজার। টিকা নেননি এমন খেলোয়াড়কে দলে নিতে চান না তিনি।
আমেরিকায় সংবাদমাধ্যমকে শনিবার রাতে টুখেল বলেন, ‘বিষয়টি গুরুত্বপর্ণ। এখনও অনেক খেলোয়াড় ভ্যাকসিন নেয়নি। এই মুহূর্তে বিষয়টি প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে গেছে।’টুখেল বলেন, কান্তে ও লফটাস-চিকের টিকা নেবার বিষয়টি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত, এ বিষয়ে ক্লাব তাদের সঙ্গে জবরদস্তি করবে না। তবে টুখেল যোগ করেন, ‘এই মুহূর্তে টিকা নেয়ার বিষয়টি স্বাভাবিক একটি সিদ্ধান্ত। প্রত্যেককে আইন মানতে হবে। পরিস্থিতি সম্পর্কে তারা জানে। সব শর্ত পূরণ করেই তাদের দলে যোগ দিতে হবে।’
এবারের দলবদলে নাপোলি থেকে চেলসিতে যোগ দেয়া ডিফেন্ডার কালিদু কুলিবালি লাস ভেগাসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন। সেনেগালিজ এ তারকাকে চার বছরের চুক্তিতে নাপোলি থেকে ২ কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে চেলসি।নতুন এ তারকাকে পেয়ে উচ্ছ্বসিত টুখেল বলেন, ‘এ চুক্তি নিয়ে আমি খুব খুশি। আমাদের দলে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় রয়েছেন যাদের অভিজ্ঞতা অনেক। কুলিবালি এই দলকে আরও শক্তিশালী করে তুলবে।’