বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যানেজমেন্টের কথায় একাদশে বেশি পরিবর্তন করেননি তামিম

  •    
  • ১৭ জুলাই, ২০২২ ১১:৪৩

সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর তামিম সংবাদ মাধ্যমকে বলেন, ইচ্ছা থাকার পরও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলেছেন তিনি।

গায়ানায় সিরিজের শেষ ওয়ানডের আগের সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছিলেন, শেষ ম্যাচের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চান। বেঞ্চে থাকা এনামুল, এবাদত, তাইজুলদের সুযোগ দিতে দরকার হলে নিজে এক ম্যাচ বিশ্রামে থাকার কথাও বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের শুরুতে দেখা গেল ভিন্ন ছবি। একাদশে ৩টি নয়, বদল আছে ১টি। পেইসার তাসকিন আহমেদের জায়গায় খেলছেন স্পিনার তাইজুল ইসলাম। সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর তামিম সংবাদমাধ্যমকে বলেন, ইচ্ছা থাকার পরও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলেছেন তিনি।

তামিম বলেন, ‘ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বললাম তখন সিদ্ধান্ত হলো যে পূর্ণ শক্তির দলই খেলাতে হবে। যখন দেখলাম যে একই উইকেটে খেলা হবে তখন একটা পেইস বোলার কমিয়ে একটা স্পিনার খেলানো হয়েছে। তবে আমি যেটা বলেছিলাম, সেটা করার ইচ্ছা ছিল। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে, যখন ভালো খেলছি টানা তখন ভালো খেলে শেষ করাটাও জরুরি।’

শেষ ম্যাচে ওই এক পরিবর্তনই ম্যাজিকের মতো কাজ করেছে বাংলাদেশের জন্য। তাইজুল ইসলাম প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেয়ে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ২৮ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন স্বাগতিকদের লাইনআপ।

পুরো সিরিজটিকেই স্পিনারদের উল্লেখ করেন তামিম। তাইজুল ছাড়াও নাসুম আহমেদ ও মেহেদী মিরাজও বল হাতে ছিলেন দুর্দান্ত।

তামিম যোগ করেন, ‘সিরিজটা স্পিনারদেরই ছিল। আমরা ওদের চেয়ে ভালো বল করেছি দেখেই এ অবস্থানে আসতে পেরেছি। যাকে সুযোগ দেয়া হয়েছে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আজকে তাইজুলের উদাহরণটা সবচেয়ে ভালো ছিল। সে পুরো সফরে কোনো ম্যাচে খেলেনি, কিন্তু প্রতিটি ট্রেনিং সেশনে নিয়মিত ছিল। পরিশ্রম করেছে এবং আজ (শনিবার) সুযোগ পাওয়ার পর তা কাজে লাগিয়েছে।’

এ বিভাগের আরো খবর