সম্ভাবনা নেই লীগ শিরোপা জেতার। ছিটকে যেতে হয়েছে রানার্স আপ হওয়ার দৌড় থেকেও। তাই লিগের বাকি ম্যাচগুলো মোহামেডানের কাছে এখন নিয়মরক্ষার ম্যাচই বটে। নিয়মরক্ষার এমনই এক ম্যাচে শুক্রবার উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তর বারিধারাকে চেপে ধরে মোহেমেডান। তবে ম্যাচের প্রথমার্ধের মূল সময়ে গোলের দেখা মেলেনি সাদা কালোদের। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের কল্যাণে লিড পায় মোহামেডান।
শেখ মোরসালিনের দুর্দান্ত এক পাস নিজের আয়ত্ত্বে এনে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকে। সেই শট উত্তর বারিধারার এক ডিফেন্ডারের পায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হলে এগিয়ে যায় মোহামেডান।
এরপর ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোলাইমান দিয়াবাত। ডান দিক থেকে পাওয়া ক্রস হেড দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন মোহামেডান দলপতি।
দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের মধ্যে দিয়াবাতের কাটব্যাক থেকে উত্তর বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওবি মনেকে। আর এই গোলের মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত হয় সাদা কালোদের।
এই হারে খাদের কিনারায় চলে গেল উত্তর বারিধারা। রেলিগেশন জোনে থাকা মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বর্তমানে ১। অপরদিকে টেবিলের পাঁচে অবস্থান মোহামেডানের।