বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুঃসময়ে কোহলির পাশে গাঙ্গুলি

  •    
  • ১৪ জুলাই, ২০২২ ১৭:৪৬

গাঙ্গুলির মতে টানা ক্রিকেটে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। উইন্ডিজ সিরিজে না থাকায় প্রায় এক মাস ছুটি পেতে যাচ্ছেন কোহলি। লম্বা বিশ্রামের পর পুরোনো ফর্মে কোহলি ফিরে আসবেন বলে বিশ্বাস গাঙ্গুলির।

দুঃসময় পিছু ছাড়ছে না সাবেক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। লম্বা সময় ধরে হাসছে না ডান হাতি এই ব্যাটারের ব্যাট। যে কারণে তাকে বাদ পড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে।

এমন বাজে অবস্থায় কোহলির পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। বাদ পড়ার কারণে কোহলির মনোবল যাতে ভেঙে না পড়ে সে বিষয়ে নজর রাখছেন তিনি।

গাঙ্গুলির মতে টানা ক্রিকেটে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। উইন্ডিজ সিরিজে না থাকায় প্রায় এক মাস ছুটি পেতে যাচ্ছেন কোহলি। লম্বা বিশ্রামের পর পুরোনো ফর্মে কোহলি ফিরে আসবেন বলে বিশ্বাস গাঙ্গুলির।

ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে গাঙ্গুলি বৃহস্পতিবার বলেন, ‘কোহলি কঠিন সময় পার করছে এটা আমরা সকলেই জানি। সে তার মান জানে। আমার বিশ্বাস সে পুরোনো ফর্মে ফিরবে। সে তার সঠিক পথ খুঁজে পাবে ও সে সফল হবে।’

অতীতে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের মতো গ্রেটরাও রান খরায় ভুগেছেন উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ‘এগুলো খেলায় অতি স্বাভাবিক অংশ। টেন্ডুলকার, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে। আমার সঙ্গেও হয়েছিল। ভবিষ্যতে অন্য খেলোয়াড়ের সঙ্গেও হতে পারে। এটা খেলারই অংশ। আমি মনে করি স্পোর্টসম্যান হিসেবে ওর এটা মাথায় রাখা উচিত।’

২০১৯ সালে সবশেষ নিজের স্কোর তিন অঙ্কের ঘরে নিয়ে যেতে সক্ষম হন কোহলি। এর পর থেকে এখন পর্যন্ত দুই অঙ্কের ঘরেই আটকে রয়েছেন তারকা এ ব্যাটার।

এ বিভাগের আরো খবর