বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে আরও ২ বছর চায় পিএসজি

  •    
  • ১৪ জুলাই, ২০২২ ১৫:৫৫

মেসির সঙ্গে পিএসজির চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। নতুন মৌসুমে প্যারিসিয়ানরা চাইছে আরও এক বছর চ্যাম্পিয়নদের সঙ্গে থাকুন তিনি।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার পর প্রথম মৌসুমটা মনের মতো কাটেনি লিওনেল মেসির। বার্সেলোনার হয়ে গোলের রেকর্ড ভাঙা এ আর্জেন্টাইন মহাতারকা সাকূল্যে গোল পেয়েছেন ১১টি। তার ৫টি চ্যাম্পিয়নস লিগে।

স্বাভাবিকভাবেই মেসির এমন পারফরম্যান্স হতাশ করেছে পিএসজি ভক্তদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পরের ম্যাচে মেসিকে দুয়োধ্বনিও দেন পিএসজির সমর্থকেরা। ওই ম্যাচের পর কাণাঘুষা শুরু হয় মৌসুম শেষে মেসির দল ছাড়া নিয়ে।

সেই গুঞ্জন জোর হাওয়া পায় নতুন কোচ ক্রিস্তোফ গলতিয়ে আসার পর। গলতিয়ে পিএসজির হয়ে সই করার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জোর গলায় বলেন, ক্লাবের চাকচিক্য দূর করতে চান তিনি। ইঙ্গিতটা পরিষ্কার ছিল দুই তারকা নেইমার ও মেসির দিকে।

তবে, স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে পুরো উলটো খবর। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মেসিকে বিক্রি করতে নয় বরং আরও এক বছরের জন্য বাড়তি চাইছে প্যারিসিয়ানরা।মেসির সঙ্গে পিএসজির চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। নতুন মৌসুমে প্যারিসিয়ানরা চাইছে আরও এক বছর চ্যাম্পিয়নদের সঙ্গে থাকুন তিনি।

এমন চাওয়ার কারণটা শুধু ফুটবল নয় বাণিজ্যিকও। মেসির আসার পর একমাসেই তার পেছনে খরচ করা ৮ কোটি ইউরো তুলে এনেছে। ৭ বারের এ ব্যলন ডরজয়ীর কারণে ক্লাবের ব্র্যান্ডভ্যালু, বিপণন সক্ষমতা ও বৈশ্বিক আবেদন বেড়েছে বহুগুণ। যে কারণে মেসিকে যে কোনো মূল্যে আরও একবছর রাখতে চায় পিএসজি।

তবে, মেসি এখনও এ বিষয়ে মুখ খোলেননি। মার্কার দাবি বিশ্বকাপের পর পিএসজি নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ বিভাগের আরো খবর