বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তামিমকে সমর্থন করছে পুরো দল’

  •    
  • ১৩ জুলাই, ২০২২ ১৮:১৬

দল খারাপ করলেই সেই দায়ভার এসে পড়ে অধিনায়কের ওপর। এই রীতি বেশ লম্বা সময় ধরে প্রচলিত দেশের ক্রিকেটে। দলের পারফরম্যান্স ভালো করলে অধিনায়কের পাশে থাকে সকলেই, যখনই হারের দেখা মেলে, তখনই অধিনায়কের পাশ থেকে সবাই যেন কর্পূরের মতো উবে যায়।

বাংলায় একটা প্রবাদ রয়েছে। ‘সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হায় কেউ কারো নয়।’ এমন অবস্থাই চলছে বাংলাদেশের জাতীয় দলে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যুতে বেশ জোর সমালোচনা চলছে ক্রিকেটপাড়ায়। বারবার নেতৃত্বের পারফরম্যান্সের কারণে দলপতিরা হচ্ছেন প্রশ্নবিদ্ধ। সে কারণে রদবদল আসছে অধিনায়কত্বেও।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তের কথাই ধরা যাক। হুট করেই টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মুমিনুল হক। জোর গুঞ্জন রয়েছে টানা হারের বৃত্ত থেকে বের হতে না পারায় বোর্ডের চাপে সরে দাঁড়ান তিনি।

মুমিনুলের সরে যাওয়ার পর টেস্ট দলের দায়িত্বভার দেয়া হয় সাকিব আল হাসানের ওপর। তবে নতুন দলপতির হাত ধরে হারের বৃত্ত ভাঙা সম্ভব হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুটো টেস্টেই হারতে হয়েছে টাইগারদের।

এরপর টি-টোয়েন্টি সিরিজে শোচনীয় পরাজয়ের পর সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করানো হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধুম পড়ে যায় রিয়াদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পোস্টে। সেই সঙ্গে বেশ কিছু সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় নেতিবাচক সংবাদ।

সমালোচনার কাঠগড়ায় দাঁড়ানোর বাকি আছে কেবলমাত্র ওয়ানডে দলপতি তামিম ইকবালের। দলের পারফরম্যান্স খারাপ হলে অচিরেই সব ভুলে গিয়ে তাকে নিয়ে জন্ম নেবে তুমুল সমালোচনা।

দল খারাপ করলেই সেই দায়ভার এসে পড়ে অধিনায়কের ওপর। এই রীতি বেশ লম্বা সময় ধরে প্রচলিত দেশের ক্রিকেটে। পারফরম্যান্স ভালো করলে অধিনায়কের পাশে থাকে সবাই। যখনই হারের দেখা মেলে, তখনই অধিনায়কের পাশ থেকে সবাই যেন কর্পূরের মতো উবে যায়।

তারই ধারাবাহিকতায় ওয়ানডে তামিমের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলের বাকিরা তার সঙ্গে আছে বলে মন্তব্য করেন তিনি।

মিরাজ বলেন, ‘তামিম ভাই অনেক ভালো অধিনায়কত্ব করছেন এবং ভালো সফলতা পাচ্ছেন। সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে গিয়ে আমরা সিরিজ জিতেছি। সব মিলিয়ে সম্প্রতি ৪টা-৫টার মতো সিরিজ জিতেছি তামিম ভাইয়ের অধিনায়কত্বে। খুবই ভালো করছেন। সব থেকে বড় কথা তাকে সবাই সমর্থন করছেন পেছন থেকে।’

তিনি আরও বলেন, ‘ফিল্ডার বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন সবাই তাকে অনেক সমর্থন করছে এই জন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো সবাই যদি যার যার রোলটা ভালোভাবে পালন করতে পারে তাহলে অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়। আমরা যারা খেলোয়াড় আছি তারা পেছন থেকে সাপোর্ট করছি যেন যার যার রোলটা ভালোভাবে পালন করা যায়।’

এ বিভাগের আরো খবর