হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম। আর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলার পর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন পারিবারিক কারণে। দুজনের শূন্যতা পূরণে দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটাররা।
দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় বাগিয়ে মাঠ ছেড়েছেন টাইগাররা।
সাকিব-মুশফিকের ‘অনুপস্থিতির’ এ ঘটনাকে তরুণ ক্রিকেটারদের নিজেকে প্রমাণের বড় সুযোগ বলে মনে করছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিনিয়রদের অনুপস্থিতিতে দলের শূন্যস্থান তরুণদেরই পূরণ করতে হবে বলেও জানান তিনি।
বুধবার ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তরুণ এই ক্রিকেটার।
মিরাজ বলেন, ‘আমাদের দলের দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তারা ভিন্ন কারণে খেলছেন না। মুশফিক ভাই তো হজের জন্য খেলছেন না। সাকিব ভাই পারিবারিক কারণে খেলছেন না। আমার কাছে যে জিনিসটা মনে হয়, যারা তাদের জায়গায় এসেছেন, তাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি ভালো ক্রিকেট খেলে তো তাদের ক্যারিয়ারে ভালো হবে। নিজেদের জায়গায় ভালো কিছু করতে পারবেন। আমি মনে করি তাদের জন্য ভালো একটা সুযোগ, তারা যদি এই সুযোগটা নিতে পারেন তাহলে তাদের ক্যারিয়ারের জন্য এবং দেশের জন্য ভালো হবে।’
সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র ১৪৯ রানেই আটকে যায় ক্যারিবীয়দের ইনিংসের চাকা। ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম বাহিনী।
বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় মাঠে নামবে দুই দল।