গত আড়াই বছর ধরে কোনো কিছুতেই খোলস ছেড়ে বের হতে পারছেন না বিরাট কোহলি। চোট আর অফ ফর্মের কারণে দলে টিকে থাকাটাই যেন কোহলির জন্য নতুন চ্যালেঞ্জে রূপ নিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার সময় কুঁচকিতে চোট পান ৩৩ বছর বয়সী কোহলি। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে কোহলির ওয়ানডে সিরিজ নিয়ে জেগেছে সংশয়।
ইংলিশদের বিপক্ষে মঙ্গলবার শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। তার আগেই ভারতীয় শিবিরে আসে এমন দুঃসংবাদ। কোহলি মূলত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েই কুঁচকিতে চোট পান। যে কারণে প্রথম ওয়ানডেতে না থাকার সম্ভাবনাই বেশি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, তারকা ব্যাটসম্যানের কুঁচকিতে চোটের কারণেই তিনি মঙ্গলবারের ম্যাচে অংশগ্রহণ নাও করতে পারেন।
বোর্ডের ওই সূত্রটি ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘এই পর্যায়ে চোট গুরুতর মনে হচ্ছে না। মেডিক্যাল টিম পরীক্ষা করছে। তাকে স্ক্যানের জন্য নেয়া হয়েছিল এবং তার খেলার সম্ভাবনা নির্ভর করে স্ক্যানের ফলাফলের ওপর।’
জানা গেছে, দলের সঙ্গে নটিংহাম থেকে লন্ডনে যাননি কোহলি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য সোমবার ভারত দলের ঐচ্ছিক অনুশীলনেও যোগ দেননি তিনি।
তবে এরই মধ্যে তিন ম্যাচের সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৪ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি লর্ডসে এবং ১৭ জুলাই তৃতীয় ম্যাচটি ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, কোহলির চোটের কারণে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়নি। মঙ্গলবার ওই দল ঘোষণা হতে পারে।
২২ জুলাই থেকে ৭ আগস্টের মধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।