বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একদিন হাতে রেখেই ইনিংস ব্যবধানে জিতল শ্রীলঙ্কা

  •    
  • ১১ জুলাই, ২০২২ ১৯:০৫

প্রথম ইনিংসে লঙ্কানদের দেয়া ১৯০ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংসের চাকা। সেই সুবাদে ইনিংস ও ৩৯ রানে জয় পেয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল শ্রীলঙ্কা।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কোনো প্রভাবই যেন ফেলতে পারল না শ্রীলঙ্কা জাতীয় দলের মাঠের পারফরম্যান্সে। পেশাদারিত্বের চরম নিদর্শন স্থাপন করে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্ট একদিন হাতে রেখেই ইনিংস ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। এই টেস্টে লঙ্কানরা জয় পেয়েছে ইনিংস ও ৩৯ রানে।

প্রথম ইনিংসে লঙ্কানদের দেয়া ১৯০ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংসের চাকা। সেই সুবাদে ইনিংস ও ৩৯ রানে জয় পেয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল শ্রীলঙ্কা।

৬ উইকেটে ৪৩১ রান নিয়ে খেলা শুরু করে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করতেই সাজঘরে ফেরেন রামেশ মেন্ডিস। এরপর শুরু হয় উইকেটের এক প্রান্তে আসা যাওয়ার মিছিল। সেই মিছিলে শামিল হয়ে একে একে বিদায় নেন মাহেশ থিকসিনা, প্রভাথ জয়সুরিয়া ও কাসুন রাজিথা।

কিন্তু উইকেটের এক প্রান্ত আগলে ধরে রানের চাকা সচল রাখেন দীনেশ চান্ডিমাল। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি। কিন্তু উইকেটের অপরপ্রান্ত থেকে সারা না মেলায় শেষ পর্যন্ত ৫৫৪ রানেই থামতে হয় লঙ্কানদের। আর তাতে করে অজিদের সামনে দ্বিতীয় ইনিংসে লিড দাঁড়ায় ১৯০ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ৭৪ রানেই চার টপ অর্ডারকে হারায় অস্ট্রেলিয়া; ২৪ রানে ডেভিড ওয়ার্নার, ২৯ রানে উসমান খোয়াজা, রানের খাতা খোলার আগেই স্টিভ স্মিথ ও ৫ রানে ট্রাভিস হেড।

দ্রুত চার উইকেট পতনের পর দলের হাল ধরতে এগিয়ে আসেন মার্নাস ল্যাবুশেইন। সঙ্গে নেন ক্যামেরন গ্রিনকে। তবে বেশিদূর দলকে টেনে নিয়ে যেতে পারেননি এই দুই ব্যাটার। দলীয় ৭৪ রানে হেড ও ১১২ রানে ল্যাবুশেইনের বিদায়ের পর লঙ্কান বোলারদের সামনে আর দাঁড়াতে পারেননি কোনো অজি ব্যাটার। যে কারণে ১৫১ রান তুলতেই থেমে যেতে হয় তাদের।

এ বিভাগের আরো খবর