বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডিজে তামিম-মাহমুদউল্লাদের ঈদ, জানালেন শুভেচ্ছা

  •    
  • ১০ জুলাই, ২০২২ ১৪:২৫

গায়ানার মুসলিম কমিউনিটির কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা । নামাজ শেষে খানিকটা সময় অনুশীলন করেন মুস্তাফিজ-শরিফুলরা।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা টানা ম্যাচ খেলছে বেশ লম্বা সময় ধরে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলে গত মাসে পাড়ি দেয় ওয়েস্ট ইন্ডিজে। ১ মাসেরও বেশি সময় ধরে ক্রিকেটাররা অবস্থান করছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

গায়ানায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পরিবার ছেড়ে ক্রিকেটাররা ঈদ উদযাপন করছেন গায়ানায়।

গায়ানার মুসলিম কমিউনিটির কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা । নামাজ শেষে খানিকটা সময় অনুশীলন করেন মুস্তাফিজ-শরিফুলরা। ঈদের দিন রাতে বিসিবির আয়োজনে ক্রিকেটারদের জন্য ছিল স্পেশাল ডিনার।

ক্রিকেটাররা পরিবার ছেড়ে ঈদ উদযাপন করলেও সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) পাঠানো ভিডিও বার্তায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদের সময়টা উপভোগ করছেন এবং ঈদের আনন্দ যেন আমরা সবার সঙ্গে ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারি, সেই আশা করছি।'

বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবারের সঙ্গে আনন্দ নিয়ে ঈদ উদযাপন করুন।’

আরেক পেইসার পেসার শরিফুল ইসলাম বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবারের সঙ্গে সুস্থ থেকে ঈদ পালন করুন- এটাই আমাদের চাওয়া।’

নিজেরা পরিবারের বাইরে থাকলেও সমর্থকদের জন্য জানাচ্ছেন পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগের শুভেচ্ছা।

এ বিভাগের আরো খবর