পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল বেশ কয়েকটি ছাগল কিনেছিলেন। রেখেছিলেন নিজের বাড়ির সামনে প্যান্ডেল করে। সেখান থেকে ঈদের এক দিন আগেই চুরি গেছে সবচেয়ে দামি ছাগলটি।
আকমলের নিজ বাসা লাহোরে একটি বেসরকারি মালিকানাধীন হাউজিং সোসাইটিতে বৃহস্পতিবার রাত ৩টায় চুরির ঘটনাটি ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, ওই হাউজিং সোসাইটিতে একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয় কোরবানির পশু রাখার জন্য। আর সেখান থেকেই চুরি যায় আকমলের ছাগলটি।
স্থানীয় সংবাদমাধ্যমে কামরানের বাবা চুরির ঘটনা সম্পর্কে জানান। সেখানে বলা হয়, ঈদুল আজহার জন্য মোট ছয়টি ছাগল কিনেছিলেন আকমলের পরিবার। এর মধ্যে সবচেয়ে সুন্দর ও দামি ছাগলটিই চুরি হয়েছে। চুরি যাওয়া ছাগলটি ৯০ হাজার রুপিতে কিনেছিলেন তারা।
আকমলের বাবা আরও জানান, যারা পশু দেখাশোনার দায়িত্বে ছিলেন তারা ঘুমিয়ে পড়ায় আনুমানিক রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
তবে হাউজিং সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ছাগল চুরির বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন চুরি যাওয়া ছাগলের চোরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।