বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডিজে ওয়ানডে ও জিম্বাবুয়ে সিরিজ খেলছেন না সাকিব

  •    
  • ৭ জুলাই, ২০২২ ১৭:৩৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না সাকিব। ছুটি নিয়েছেন বিসিবির কাছ থেকে।

১৬ জুলাই গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে এক সপ্তাহের মধ্যে জিম্বাবুয়ে সফরে যাবে টিম টাইগার্স। তবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজেও থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, জিম্বাবুয়ের সাদা বলের সিরিজ থেকে ছুটির বিষয়টি বোর্ডকে আগে জানান সাকিব আল হাসান।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই আছে। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে। নির্বাচকদের সাথে আমরা আজ বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে।’

জিম্বাবুয়ে সিরিজটি সুপার লিগের অংশ না হলেও বাংলাদেশ সফরটিকে হালকা ভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন ইউনূস। বিকল্প নয় শক্তিশালী দলই পাঠাবে বিসিবি।

ইউনূস বলেন, ‘হয়ত পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলছে দ্বিতীয় সারির দল যাবে। কিন্তু আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’

আগামী ২৫ বা ২৬ জুলাই ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। পরের ম্যাচটি ১ আগস্ট। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ আগস্ট।

আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৫ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ ও ১০ আগস্ট।

এ বিভাগের আরো খবর