বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার রোনালডোর ক্রেতার তালিকায় চেলসি

  •    
  • ৭ জুলাই, ২০২২ ১৫:৫৪

৫ বারের ব্যালন ডর জয়ী রোনালডোকে দলে টানতে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে গত মাসে চেলসির মালিক টড বোহেলির সঙ্গে আলোচনা হয়েছিল বলেও জানা যায়। তাকে দলে ভেড়াতে ১৪ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত চেলসি। 

রোমেলু লুকাকু, আন্ড্রেস ক্রিস্টেনসেনের ও আন্টোনিও রুডিগার ক্লাব থেকে চলে যাওয়ার পর স্কোয়াডকে শক্তিশালী করতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ক্লাবটির ম্যানেজার টমাস টুখেল ৫ বারের ব্যালন ডর জয়ী ক্রিস্টিয়ানো রোনালডোকে দলে ভেরাতে প্রস্তুত। এ ছাড়া তিনি নজরে রেখেছেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকেও।

রোনালডো গত মৌসুমে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দিয়ে নিজেকে উজাড় করে দিলেও শিরোপার দেখা পায়নি তার ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ২৪ গোল করলেও সহযোগিতা পাননি সতীর্থদের কাছ থেকে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় হতাশ ৩৭ বছর বয়সী তারকা এ খেলোয়াড়। পর্তুগিজ এ তারকা জানুয়ারিতে জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের আশা পূরণ না হলে ছাড়তে চান ক্লাব। লিগে টিকে থাকতে সতীর্থদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি রোনালডোর।

৫ বারের ব্যালন ডর জয়ী রোনালডোকে দলে টানতে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে গত মাসে মালিক টড বোয়লির সঙ্গে আলোচনা হয়েছিল বলেও জানিয়েছে ব্রিটিশ প্রেস। তাকে দলে ভেড়াতে ১ কোটি ৭০ লাখ ডলার খরচ করতে প্রস্তুত চেলসি।

অন্যদিকে আর্লিং হালান্ড ও হুলিয়ান আলভারেসের আগমনে ম্যানচেস্টার সিটি থেকে রাহিম স্টার্লিংকের বিদায় অনেকটা নিশ্চিত। ১ বছরের চুক্তি বাকি থাকলেও ম্যানসিটি ছেড়ে চেলসিতে নাম লেখাতে চান ২৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। লন্ডনের ক্লাবের সঙ্গে মৌখিকভাবে একমত হওয়া স্টার্লিং স্থায়ীভাবে চেলসিতে যোগ দিতে প্রস্তুত।

ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, ৫ কোটি ৪০ লাখ ডলারে স্ট্যামফোর্ড ব্রিজে চুক্তি করতে চলেছেন তিনি। ৪ বছরের জন্য চুক্তি হচ্ছে স্টার্লিং-চেলসির।

এ বিভাগের আরো খবর