জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। ফাইনাল ম্যাচে যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে নীলফামারীর স্কুলটি।
পল্টনের আউটার স্টেডিয়ামে বুধবার বিকেল সাড়ে ৩টায় ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় এবারের জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৫২টি স্কুলের অংশগ্রহণে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নাইম ইসলামের এক মাত্র গোলে চ্যাম্পিয়ন হয়েছে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় নাইম ইসলামের একমাত্র গোলে শিরোপার দেখা পেয়ে যায় নীলফামারীর স্কুলটি। এরপর দুই দলের মধ্যে দারুণ লড়াই হলেও গোলের দেখা পায়নি কেউ। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের জিলকত হোসাইন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয়েছে পুরস্কার। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন সৌরভ সরকার। তিনি নোয়াখালীর অরুন চন্দ্র হাই স্কুলের শিক্ষার্থী।
টুর্নামেন্টে ৭ গোল করেন শিরোপাজয়ী দলের নাইম ইসলাম। সেরা স্কোরারের পুরস্কারটি জিতে নেন নীলফামারীর ছেলে নাইম।
টুর্নামেন্ট সেরা হয়েছে বেনাপুলের সাইদুর রহমান রাতুল। আর হবিগঞ্জের আলি ইদ্রিস হাই স্কুল লাভ করেছে ফেয়ার প্লের মর্যাদা।