দীর্ঘ ৮ মাসের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ডাক পান মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল তার।
সে অনুযায়ী গত ২৪ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়ার এক দিন আগে সাইফুদ্দিনের ইনজুরি নিয়ে আবারও দেখা দেয় জটিলতা।
ইনজুরি না সারায় উইন্ডিজ সিরিজের জন্য সাইফউদ্দিনকে আবারও রাখা বিশ্রামে যে কারণে জাতীয় দলে ফেরাটা হয় আরও দীর্ঘ।
পিঠের চোট পুরোপুরি সেরে না ওঠায় ডাক্তারের পরামর্শে বর্তমানে ভারতে আছেন সাইফউদ্দিন। দেশে ফিরলে জনা যাবে জাতীয় দলে ফিরতে আর কত সময় অপেক্ষা করতে হবে এ অলরাউন্ডারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বুধবার সকালে নিউজবাংলাকে বলেন, ‘সাইফউদ্দিন ইংল্যান্ডে যে চিকিৎসকের অধীনে ছিল তার পরামর্শ অনুযায়ী একটা ইনজেকশন নেওয়ার জন্য ভারত গেছে। সেখান থেকে আসার পর পর্যবেক্ষণ করে বলতে পারব কি অবস্থায় আছে।’
২০১৭ সালে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নামার পর এখন পর্যন্ত সাইফউদ্দিনকে পড়তে হয়েছে একের পর এক ইনজুরিতে। ইনজুরির কারণে পাঁচ বছরের ক্যারিয়ারে তিনি খেলতে পেরেছেন ২৯টি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি।
অন্যদিকে ইনজুরির কারণে একই সিরিজ থেকে বাদ পড়েন ইয়াসির আলি রাব্বি। প্রস্তুতি ম্যাচে পিঠের ইনজুরিতে এ পেইসার খেলতে পারেননি সিরিজের কোন ম্যাচ তবে চোট কাটিয়ে ফিরতে পারেন জিম্বাবুয়ে সিরিজে।
বিসিবির মেডিক্যাল বিভাগের ওই সদস্য আরও বলেন ‘রাব্বির যে চোট তা সারতে ৫-৬ সপ্তাহ লাগবে। প্রতিদিনই তার চোট দারুণ উন্নতি করছে। এভাবে চললে দ্রুতই মাঠে ফেরা সম্ভব। জিম্বাবুয়ে সফরের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে। তবে ঈদের পর আরেকবার তাকে পর্যবেক্ষণ করে চূড়ান্ত অবস্থা বলা যাবে।’