বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির চেয়েও দামি লাউতারো

  •    
  • ৪ জুলাই, ২০২২ ১২:১২

বর্তমান ফুটবলে দলবদলে বাজার যাচাই করে আর্জেন্টিনার এ মহাতারকার দলবদলের মূল্য নির্ধারণ করেছে জার্মানি ভিত্তিক ফুটবল বিশ্লেষক সংস্থা ট্রাঞ্জফারমার্ক্ট। সে হিসেবে মেসির দর বেরিয়েছে ৫ কোটি ২১ লাখ ইউরো।

বিশ্বের সেরা ফুটবলার হলেও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নন লিওনেল মেসি। দলবদলের হিসেবে সে রেকর্ডটা মেসির প্রিয় বন্ধু নেইমারের। ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান এ ব্রাজিলিয়ান সুপারস্টার।

পুরো ক্যারিয়ারে মেসি একবারই দল পাল্টেছেন। নেইমারের মতো বার্সেলোনা থেকে পিএসজি এসেছে, তাও ফ্রি-এজেন্ট হিসেবে। তাই সর্বকালের সেরা খ্যাত এ ফুটবলারের ট্রানসফার মূল্য এখন পর্যন্ত শূন্য।

তবে, বর্তমান ফুটবলে দলবদলে বাজার যাচাই করে আর্জেন্টিনার এ মহাতারকার দলবদলের মূল্য নির্ধারণ করেছে জার্মানি ভিত্তিক ফুটবল বিশ্লেষক সংস্থা ট্রাঞ্জফারমার্ক্ট। সে হিসেবে মেসির দর বেরিয়েছে ৫ কোটি ২১ লাখ ইউরো।

আর্জেন্টিনার সবচেয়ে বেশি বাজার মূল্য লাউতারো মার্তিনেসের। ইতালির সেরি আর ক্লাব ইন্টারনাৎসিওনালে খেলা এ স্ট্রাইকারের বাজার মূল্য বর্তমানে ৭ কোটি ৮৩ লাখ ইউরো।

লাউতারো ও মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরো। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা টটেনহ্যাম হটস্পারের এ ডিফেন্ডারের বাজার মূল্য ৫ কোটি ইউরো।

এরপর রয়েছেন স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদে খেলা দুই অ্যাটাকার আনহেল কোরেয়া ও রদ্রিগো দে পল। কোরেয়ার আনুমানিক মূল্য ৪ কোটি ৬৯ লাখ আর দি পলের মূল্য ৪ কোটি ১৭ লাখ ইউরো।

এ বিভাগের আরো খবর