ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে শুরুতে বেশ কিছু উইকেট হারিয়েছে বাংলাদেশ। যেখান থেকে আর পরে ফিরে আসা সম্ভব হয়নি। শুরুতে উইকেট হারানোতেই ছন্দ পতন হয়েছে দলের মনে করছেন অধিনায়ক মাহমুদুল্লাহ।
প্রথম ম্যাচে ৮ ওভারের ভেতরে ৬০ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৩ ওভারে ২৬ রান তুলতে তারা হারায় ৩ উইকেট। শুরুর ধাক্কা সামলে আর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি সফরকারী দল।
টপ অর্ডারের ব্যর্থতার পাশাপাশি মাহমুদুল্লাহ বোলারদের বাজে পারফরম্যান্সের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বল হাতে শুরুটা ভালো করিনি। মাঝের ওভারগুলোতে উইকেট নিয়েছি কিন্তু পরে রভম্যান আমাদের থেকে ম্যাচ বের করে নিয়ে যায়। ব্যাট হাতেও আমরা ভালো করতে পারিনি।’
প্রথম ম্যাচে ২৯ রানের পর দ্বিতীয় ম্যাচে ৬৮*। সাকিব আল হাসান ছাড়া আর কেউই জ্বলে উঠতে পারেননি দুই ম্যাচে। সাকিবের সহায়তার জন্য কেউ দাঁড়িয়ে গেলে ফল অন্যরকম হতো মনে করেন অধিনায়ক।
মাহমুদুল্লাহ বলেন, ‘সাকিব দারুণ খেলেছে। কিন্তু অন্যপ্রান্তেও কারও ভালো খেলা উচিত ছিল। যখন ১৯৪ রান তাড়া করছি তখন শুরু থেকে আক্রমণে যেতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আফিফ ও সাকিব ছাড়া আর কেউই অবদান রাখতে পারেনি।’