বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইমরুল-নাঈমের ব্যাটে ৯ উইকেটের জয় বাংলাদেশ টাইগার্সের

  •    
  • ৩ জুলাই, ২০২২ ২২:২২

জয়ের জন্য এইচপির দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ও নাঈম শেখের ব্যাটিং দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জাতীয় দলের ছায়া দল টাইগার্স।

শুরুটা ভালো করলেও বড়দের বিপক্ষে শেষটা ভালো হলো না জুনিয়দের। একমাত্র চারদিনের ম্যাচে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ টাইগার্স। জয়ের জন্য এইচপির দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ও নাঈম শেখের ব্যাটিং দৃঢ়তায় ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জাতীয় দলের ছায়া দল টাইগার্স।

দ্বিতীয় ইনিংসে ৩৬ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ৬ উইকেট অক্ষত থাকার পরও ইনিংস বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি এইচপি। স্কোরবোর্ডে ৯৪ রান যোগ করতে তারা হারায় বাকি ৬ উইকেট।

আগের দিনের অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দিপু ফিরে যান ৪০ রানে। অল্পতে সাজঘরের পথ ধরে হয় তৃতীয় দিনের আরেক অপরাজিত ব্যাটার আইচ মোল্লাকেও। ১৫ রানে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর বাকিদের পক্ষে আর বেশিদূর টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি দলের ইনিংস। যার ফলে ২১৭ রানে গুটিয়ে যেতে হয় এইচপিকে। আর জয়ের জন্য বাংলাদেশ টাইগার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৭ রানের।

টাইগার্সের হয়ে ৪টি উইকেট নেন তানভির ইসলাম। আবু হায়দার রনি পান ৩ উইকেট।

জবাবে, দলীয় ২০ রানে সৌম্য সরকার আউট হওয়ার পর বাকি কাজটা শেষ করে মাঠ ছাড়েন নাঈম শেখ ও ইমরুল কায়েস। ইমরুল অপরাজিত থাকেন ৬৮ রানে আর সঙ্গী নাঈমের ব্যাট থেকে আসে ৪৭ রান।

এ বিভাগের আরো খবর