পরপর দুই ম্যাচ হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে রোববার জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতে জয়ের ধারায় ফিরেছে দলটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ফরোয়ার্ড মুসা নাজারের ইনজুরি বড় ধাক্কা হয়ে এলেও, সেই ধাক্কা কাটিয়ে ম্যাচের ২৮ তম মিনিটে লিড নেয় শেখ জামাল।
জামালের উজবেক ফরোয়ার্ড ভালিজনভ ওতাবেক লিড এনে দেন দলকে।
চিজোকের কাছ থেকে বল পেয়ে বাঁ দিকে থাকা সলোমনকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন ওতাবেক। প্রতিপক্ষের গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। বলকে জালের ঠিকানা খুঁজে দিয়ে ডেডলক ভাঙ্গেন উজবেকিস্তানের এই ফরোয়ার্ড।
এরপর প্রথমার্ধের বাকি সময়টাতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধের শুরুটা কিছুটা এলোমেলো হলেও সেটি সামলে নিয়ে আক্রমণে ফেরে চট্টগ্রাম আবাহনী। পিছিয়ে ছিল না শেখ জামালও। পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত রাখে তারা প্রতিপক্ষকে।
ম্যাচের ৭৮ তম মিনিটে সলোমন-ওতাবেকের যৌথ প্রয়াসে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। মাঝ মাঠ থেকে থেকে সলোমনের বাড়ানো বল বাঁ দিক থেকে টেনে নিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওতাবেক।
এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি আবাহনীর পক্ষে। যার ফলে ২-০ ব্যবধানে হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের।
১৮ ম্যাচে ৯ জয়, ৩ হার ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে শেখ জামাল। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে চট্টগ্রাম আবাহনী।