বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাইফের কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল আবাহনী

  •    
  • ৩ জুলাই, ২০২২ ১৯:১৬

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ৪-২ গোলে সাইফের কাছে হেরে শিরোপার দৌড় থেকে একরকম ছিটকে পড়েছে।

যে ম্যাচ আবাহনীর জন্য হতে পারত বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান কমানোর সেটিতে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে বসল তারা।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ৪-২ গোলে ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে একরকম ছিটকে পড়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোববারের ম্যাচে হেরে আবাহনীর ১৮ ম্যাচে পয়েন্ট ৩৮। সমান ম্যাচ খেলে বসুন্ধরা কিংস ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। বিপিএলের বাকি আর ৪ ম্যাচ।

বসুন্ধরা কিংস পরের দুই ম্যাচে ছয় পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে। দুই ম্যাচ জয়ে বসুন্ধরার পয়েন্ট দাড়াবে ৫১। শেষ দুই ম্যাচ বসুন্ধরা কিংস হারলে এবং আবাহনী শেষ চার ম্যাচ জিতলেও এক পয়েন্ট বেশি থাকবে কিংসের।

মুন্সীগঞ্জে রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফের সঙ্গে মুখোমুখি হয় আবাহনী। সাইফ স্পোর্টিং ক্লাবের আক্রমণে শুরু থেকে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী লিমিটেড।

ম্যাচ শুরুর ১৪তম মিনিটে সাইফের ফরোয়ার্ড এমফোন উডোহর গোলে ১-০ তে এগিয়ে যায় পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা সাইফ। মিনিট বিশেষ পিছিয়ে থাকার পর ৩৪তম মিনিটে আবাহনীর পক্ষে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান ডোরিয়েল্টন।

তবে ম্যাচে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নীল হলুদরা। ৬ মিনিট পর সবুজ হোসেন গোল করেন সাইফের পক্ষে। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাইফ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দেখাই ছন্দহীন ছিল আবাহনী। চেষ্টা করেও তারা সাইফের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৬৫তম মিনিটে সাইফের হয়ে তৃতীয় গোল করেন রহিমউদ্দিন। ৩-১ গোলে লিড পায় সাইফ স্পোর্টিং ক্লাব।

ছয় মিনিট পর একটি পেনাল্টি পায় তারা। এমেরি বাইসেঙ্গে স্পট থেকে গোল করলে আবাহনীর পরাজয় ও লিগ শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া নিশ্চিত হয়।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে ড্যানিয়েল কলিন্দ্রেস পেনাল্টি থেকে কমালেও হার এড়াতে পারেনি আবাহনী।

এ বিভাগের আরো খবর