সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে তিনদিনের মধ্যে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাঁ-হাতি ওই ব্যাটার ও পার্ট-টাইম বোলার ট্র্যাভিস হেড। দ্বিতীয় ইনিংসে তার অফ স্পিনে শিকার করেন ১০ রানে ৪ উইকেট। তবে এক ম্যাচে চমক দেখিয়ে থেমে যেতে চাননা হেড। দ্বিতীয় টেস্টেও তার স্পিন দিয়ে দলের হয়ে ভূমিকা রাখতে প্রস্তুত তিনি। ২৮ বছর বয়সি এই ব্যাটার বলেন, ম্যাচ শুরুর আগে তিনি বুঝতে পারেন যে গলের টার্নিং পিচে তার স্পিন কাজে আসবে।
রোববার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘জানতাম কোনো এক সময় বল হাতে আমার একটি ভালো ভূমিকা থাকবে। দ্বিতীয় টেস্টেও তেমনটা রাখতে চাই। প্রথম ইনিংসেও বোলিংয়ের সুযোগ পাওয়ার আশায় ছিলাম।’নতুন স্পিনার হেডের প্রশংসা করেছেন অজি অধিানয়ক প্যাট কামিন্সও।তিনি বলেন, ‘হেড সবসময়ই বল করতে চায়। প্রথম টেস্ট উইকেটের পাশাপাশি ৪ উইকেট নিয়েছে সে। এখন তাকে দলে রাখার অন্যতম কারণ ব্যাটিংয়ের পাশাপাশি ভালো বোলিংও করছে হেড।’
তবে, ব্যাট হাতে গল টেস্টে সফল ছিলেন না হেড। ৬ রানে আউট হয়েছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি তিনি। শুক্রবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।