বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা বসুন্ধরা কিংসকে মাটিতে নামাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের ১৮তম ম্যাচে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজেনের দল। এর ফলে টানা ছয় ম্যাচ পর জয়বঞ্চিত হল বসুন্ধরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। যার ফলে একাদশ মিনিটেই লিড নেয় শফিকুল ইসলাম মানিকের শীষ্যরা।
ডি বক্সের বাইরে থেকে নেয়া জোড়ালো শটে জালের ঠিকানা খুঁজে নেন শেখ মোরসালিন।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন জাফর ইকবাল। অফসাইডের ফাঁদ এড়িয়ে সুলেমানের থ্রো ডি বক্সের ভেতর টেনে নিয়ে যান ইকবাল। নেন দুর্দান্ত এক শট। কিন্তু বসুন্ধরার রক্ষণভাগের খেলোয়াড়দের কারণে ব্যর্থ হয় তার সেই প্রচেষ্টা। ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় গোলবারের ওপর দিয়ে।
এরপর দুইদলেরই আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকলেও সুযোগ সৃষ্টি করতে পারছিল না কোনো দলই।
তবে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন বসুন্ধরার ফরোয়ার্ড মিগেল। ইয়াসিন আরাফাতের ব্যাক পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান এই ফুটবলার।
এরপর দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় বল নিজেদের পায়ে রেখে আক্রমণ চালালেও জালের ঠিকানা খুঁজে পায়নি বসুন্ধরা। ব্যর্থ হয় মোহামেডানও। যার ফলে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।