তারকাসমৃদ্ধ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গেল মৌসুম থেকেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে। মেসি-নেইমার-এমবাপের মতো তারকারা যে ক্লাবে আছেন সে ক্লাব নিয়ে আগ্রহ বেশি থাকবে- এটাই স্বাভাবিক।
গত মৌসুমে নাটকীয়তা শেষে কিলিয়ান এমবাপের সঙ্গে নতুন করে ৩ বছরের চুক্তি নবায়ন করে পিএসজি। যার বাড়তি চাপ পড়েছে মেসি-নেইমাদের ওপর।
অন্যদিকে ধারাবাহিক চোটের কারণে দিন দিন নেইমারের ফর্মের অবনতি হচ্ছে। তা ছাড়া এমবাপের চুক্তিতে বাড়তি আর্থিক চাপেও আছে ক্লাবটি। যে কারণে উপযুক্ত মূল্য পেলে নেইমারকে ছেড়ে দিতে চায় ক্লাবটি।
এবার গুঞ্জন উঠেছে নেইমারের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওলেন মেসিকেও বিদায় করতে চায় পিএসজি। পিএসজিতে নেইমারের ভবিষ্যতের সঙ্গে এবার শঙ্কায় পড়েছে মেসির ভবিষ্যৎ।
স্প্যানিশ সাংবাদিক পেদ্রো মোরাতার দাবি, প্যারিস সেন্ট জার্মেইয়ের নতুন স্পোর্টিং ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা লুইস ক্যাম্পোস ও আন্তেরো হেনরিক দুজনেই চান পিএসজিকে নতুন করে সাজাতে। যে কারণে চলতি মৌসুমেই নেইমার ও মেসিকে বিক্রি করে ঘর পরিষ্কার করতে চায় পিএসজি।
বর্তমানে পিএসজি কম তারকা খেলোয়াড় নিয়ে বেশি প্রতিযোগিতামূলক দল গঠন করতে চায় বলেও জানান স্প্যানিশ সাংবাদিক পেদ্রো। সাবেক এফসি পোর্তো মিডফিল্ডার ভিতিনহার আগমনের পর পিএসজিকে ঢেলে সাজানোর এমন প্রক্রিয়া শুরু করেন।
মোরাতা জানান, মেসি-নেইমারের উচ্চ পারিশ্রমিকের কারণে বেশিরভাগ ক্লাব তাদেরকে দলে ভেড়াতে চাইবে না। ফলে, তাদের জন্য ক্লাব পরিবর্তনের বাজার সীমিত। তবে স্প্যানিশ সাংবাদিক মনে করেন, মেসি-নেইমার দুজনই চাইবে পিএসজি ছেড়ে দিতে।