ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিন বাংলাদেশের দেয়া ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট অক্ষত রেখে জয় বাগিয়ে বাংলাদেশকে ক্লিন সুইপ করে ক্যারিবীয়রা।
একই সঙ্গে বাংলাদেশ স্বাদ পায় শততম টেস্ট হারের।
সেইন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিন খেলা শুরু আগে থেকে বাধা দেয় বৃষ্টি। বৃষ্টি বাধা কাটিয়ে ৬ উইকেটে ১৩২ রান নিয়ে খেলা শুরু করলেও স্কোর বেশিদূর টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সফরকারীদের পক্ষে।
খেলা শুরুর পর প্রথমে বাংলাদেশ হারায় মেহেদী হাসান মিরাজকে। এর পরই ইনিংস ব্যবধানে পরাজয় হাতছানি দেয়া শুরু করে বাংলাদেশকে।
উইকেটের এক প্রান্ত আগলে ধরে খেলতে থাকা নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড নেয় বাংলাদেশ। কোনো সহায়তা না মেলায় সেই লিড বেশি বড় করা সম্ভব হয়নি ৬০ রানে অপরাজিত থাকা সোহানের পক্ষে।
দলের তিন টেইলএন্ডার রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে উইন্ডিজের সামনে জয়ের জন্য ১৩ রানের মামুলি লক্ষ্য দাঁড়ায়।
স্বাগতিকদের পক্ষে কিমার রোচ, আলজারি জোসেফ ও জেইডন সিলস ৩টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ৩ ওভারও খেলা লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। ২.৫ ওভারেই বাংলাদেশকে ক্লিন সুইপ করার পাশাপাশি শততম টেস্ট হারের স্বাদ দিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচ ও সিরিজসেরা হন অলরাউন্ডার কাইল মায়ার্স।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৪০৮ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।