বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জার্সি বিক্রিতে রোনালডোকে ছাড়ালেন মেসি

  •    
  • ২৫ জুন, ২০২২ ১৭:২৫

ইউনাইটেডে এ পর্যন্ত রোনালডোর রেপ্লিকা জার্সি বিক্রি হয়েছে মোট ২০ কোটি ৭০ লাখ ইউরোর। আর মেসির জার্সি বাজারে আসার এক ঘণ্টার মধ্যে বিক্রি ছাড়িয়েছে ১৩ কোটি ইউরো। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি। 

বার্সেলোনা ছেড়ে গত বছর প্যারিস জেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি। বিশ্বসেরা তারকার যোগদানের পর পিএসজির জার্সি বিক্রি বেড়েছে বহুগুনে। মেসির নামাঙ্কিত কিট বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি।

বিক্রয়ের সংখ্যার দিক থেকে মেসির জার্সি ছাড়িয়ে গেছে রোনালডোর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিকেও।

প্যারিসিয়ানদের বিক্রি হওয়া মোট জার্সির ৬০ শতাংশ মেসির ৩০ নম্বর জার্সি।

ইউনাইটেডে এ পর্যন্ত রোনালডোর রেপ্লিকা জার্সি বিক্রি হয়েছে মোট ২০ কোটি ৭০ লাখ ইউরোর। আর মেসির জার্সি বাজারে আসার এক ঘণ্টার মধ্যে বিক্রি ছাড়িয়েছে ১৩ কোটি ইউরো। এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি।

পিএসজির চিফ পার্টনারশিপ অফিসার মার্ক আর্মস্ট্রং খেলাধুলা বিষয়ক সাইট মার্কাকে বলেন, ‘মেসি প্যারিসে আসার পর চাহিদা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। বিক্রির শুধু সরবরাহের অভাবে কমতে পারে। আমরা মেসির শার্টের চাহিদা মেটাতে পারছি না কারণ এত পরিমানে উৎপাদন করা সম্ভব হচ্ছে না।’

‘চাহিদা কেউ পূরণ করতে পারবে না। এরই মধ্যে অনেক জার্সি বিক্রি করছি। হয়তো একজন খেলোয়াড়ের জন্য বিশ্বের অন্য যে কোনো দলের চেয়ে এই সবচেয়ে বেশি যা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যায়।’

আর্মস্ট্রং মনে করেন, মেসি ক্লাবে আসার পর স্পনসরশিপ চুক্তিগুলি বেড়েছে ১৩ শতাংশ ফলে তারা সুযোগ পেয়েছেন অসংখ্য বিপণন ও স্পনসরশিপ চুক্তি করতে।

এছাড়াও, মেসি পিএসজিতে যোগ দেয়ার পর পিএসজির সোশ্যাল মিডিয়া ফলোয়ার প্রতি সপ্তাহে ১৪ লাখ করে বৃদ্ধি পাচ্ছে। টিকিট বিক্রি এবং টিকেটের চাহিদা চাহিদা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।

এ বিভাগের আরো খবর