ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রান। খুইয়েছে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়কে।
৪৫ বলে ১৬ রান করে প্রথম সেশনে অপরাজিত আছেন নাজমুল হাসান শান্ত। তাকে ১৩ বলে ৫ রানে সঙ্গ দিচ্ছেন এনামুল হক বিজয়।
লুসিয়ায় দিনের শুরুটা বেশ দেখেশুনেই করে বাংলাদেশ। কিমার রোচ ও জেইডেন সিলসের ওপেনিং স্পেল অবিচ্ছিন্ন থেকেই পার করেন তামিম- জয়। এ সময় বেশ কয়েকটি আবেদনে নিরাপদ থেকে যান ডিআরএসের কল্যাণে।
অভিষিক্ত পেইসার অ্যান্ডারসন ফিলিপ জুটি ভাঙেন। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ফেরান জয়কে। বলের লেংথ বুঝতে না পেরে প্লেইড অন হন জয়। তার আগে ৩১ বলে ১টি চারের সাহায্যে ১০ রান করেন ডানহাতি ব্যাটার।
এরপর নাজমুল হাসান শান্তকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তামিম। তবে অর্ধশতক থেকে ৪ রান দূরে থাকতে তাকে থামিয়ে দেন আলজারি জোসেফ। মাঠ ছাড়ার আগে ৬৭ বলে ৯ চারে ৪৬ রান আসে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে।
সেশনের বাকি সময় আর অঘটন ঘটতে দেননি নিজয় ও শান্ত। দুই উইকেট হারিয়ে ৭৭ রানের পুঁজি নিয়ে প্রথম সেশন শেষ করেন তারা।