বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অতিরিক্ত সময়ের গোলে জয় পেল সাইফ

  •    
  • ২৩ জুন, ২০২২ ১৯:০৫

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ম্যাচে প্রথমার্ধে ছিল মাত্র এক গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের গোলবন্যায় হলো আরও ছয়টি গোল। আর সেই সুবাদে ৪-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোলবন্যার ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাগরিকার দলটিকে নিশ্চিত ড্রয়ের ম্যাচে হারতে হয়েছে অতিরিক্ত সময়ের গোলে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ম্যাচে প্রথমার্ধে ছিল মাত্র এক গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের গোলবন্যায় হলো আরও ৬টি গোল। আর সেই সুবাদে ৪-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় দুই দল। একের পর এক আক্রমণ ঠেকিয়ে গোলপোস্ট অক্ষত রাখে সাইফ ও আবাহনী। তবে প্রথমার্ধের শেষ দিকে লিড পায় সাইফ।

বাম দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে লক্ষ্যভেদ করেন এমেকা ওগবাহ। আর তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। ক্যান্ডির কাটব্যাকে ডাইভিং হেড থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে স্বস্তি এনে দেন আফগান মিডফিল্ডার পোপালজাই।

দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান আবাহনীর স্ট্রাইকার ক্যান্ডি।

এরপর দুই মিনিটের ঝড়ে ঘুরে দাঁড়ায় সাইফ। ৭২তম মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের বাড়ানো পাসে জালের ঠিকানা খুঁজে নেন ফাহিম। একই সঙ্গে দল ফেরে সমতায়।

দুই মিনিট বাদে চট্টগ্রাম আবাহনীর জালে আবারো আঘাত হানেন ফাহিম। জামাল ভুঁইয়ার পাসে বাম দিক দিয়ে ঢুকে জোরাল শটে দলকে এগিয়েও নেন এই ফরোয়ার্ড।

৮৬তম মিনিটে স্পট কিক থেকে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান থ্যাঙ্কগড। ম্যাচের ফলাফল তখন নিশ্চিত ড্রয়ের দিকে। কিন্তু নাটকের বাকি তখনও।

দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে সময়ে আবাহনীর ডি বক্সে ফাহিমকে ফাউল করলে পেনাল্টি পায় সাইফ। সেখান থেকে স্পটকিকে লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল।

এ বিভাগের আরো খবর