বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যার্তদের টিকিট বিক্রির টাকা দিচ্ছে বাফুফে

  •    
  • ২২ জুন, ২০২২ ১৭:৫৫

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার নারী দলের দুই ম্যাচের টিকিটের টাকা দেয়া হবে বন্যার্তদের সাহায্যে।

মেঘালয় ও আসামের পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চল। ১২২ বছরের ইতিহাসে এমন বন্যা দেখেনি এ অঞ্চলের মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় দেখা দিয়েছে খাদ্য সংকট।

বন্যাকবলিত মানুষের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরইমধ্যে ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করেছে। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এগিয়ে এসেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার নারী দলের দুই ম্যাচের টিকিটের টাকা দেয়া হবে বন্যার্তদের সাহায্যে।

ম্যাচের আগে সংবাদসম্মেলনে বুধবার বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই দুই ম্যাচের টিকিটের টাকা সিলেটে বন্যার্তদের সাহায্যে দেওয়া হবে। দুর্গত এলাকায় যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে চাই।’

বৃহস্পতিবার মালয়েশিয়ার নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে কমলাপুর শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচ খেলতে একই ভেন্যুতে ২৬ জুন মাঠে নামবে দল দুটি।

দুটির ম্যাচের জন্য বাফুফে ১০ হাজার টিকিট বিক্রি করার আশা করছে। শুধু সাধারণ গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। থাকছেনা কোনো ভিআইপি টিকিট। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবে বঙ্গবন্ধু স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম এবং বায়তুল মোকাররমের সামনে থেকে।

এ বিভাগের আরো খবর