সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে বিসিবি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করছে বিসিবি।
গত সোমবার ১ হাজার প্যাকেট খাবার বানভাসি মানুষের জন্য পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আরও দেড় হাজার প্যাকেট মঙ্গলবার পাঠানো হয়েছে বন্যাদুর্গত অঞ্চলে। বুধবার পাঠানো হবে আরও দেড় হাজার। বাকি ১ হাজার প্যাকেট পাঠানো হবে শুক্রবারের ভেতর।
প্রতিটি প্যাকেটে ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, গুড় ১ কেজি, আধা কেজি খেজুর, ২টি লাইটার, ১০টি মোমবাতি, এক বাক্স খাবার স্যালাইন, ২ প্যাকেট বিস্কুট ও ১টি পানির বোতল রাখা হয়েছে।
জাতীয় দলের যে সকল ক্রিকেটারের পরিবার সিলেটে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সাহায্য পৌঁছানোর আশ্বাস দিয়েছে বোর্ড।