বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় টেস্টেই খেলতে চান বিজয়

  •    
  • ২১ জুন, ২০২২ ১৫:৪৮

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন বিজয়। মঙ্গলবার বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন প্রস্তুতির জন্য পাওয়া সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে চান তিনি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দলে জায়গা পেলেও টেস্ট দলে ছিল না বিজয়ের নাম।

ইয়াসির রাব্বির চোটের কারণে বিজয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন। সবশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেন এ স্ট্রোকপ্লেয়ার।

ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্টে ১০০০ এর উপর রান করেন বিজয়। এমন পারফরম্যান্সের পর জাতীয় দল তাকে আর উপেক্ষা করতে পারেনি।এনামুল আবার নতুন করে যাত্রা শুরু করতে চান। জাতীয় দলের হয়ে সাকিব-তামিমদের সঙ্গে মাঠে নামতে চান সিরিজের দ্বিতীয় টেস্টই।

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করেছেন বিজয়। মঙ্গলবার বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন প্রস্তুতির জন্য পাওয়া সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে চান তিনি।

তিনি বলেন, ‘আজকে টিমের সাথে জয়েন করলাম অনেক দিন পর। টেস্ট টিমে এসে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ সামনে আরও ৪-৫দিন আছে দ্বিতীয় টেস্টের আগে। চেষ্টা করব ভালোমত অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটি খেলতে। যদি সুযোগ আসে চেষ্টা করব ভালো করে খেলার আর অনেক দিন পর যেহেতু দলে যোগ দিয়েছে তাই খুবই ভালো লাগছে।’

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর ৪ টেস্ট খেলে ৭৩ রান করেছেন বিজয়। জাতীয় দলের হয়ে রঙিন জার্সিতে বিজয়কে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে মাঠে নামবে টাইগাররা।

এ বিভাগের আরো খবর