বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেইন্ট লুসিয়ায় ৫০০ রান চান সাকিব

  •    
  • ২০ জুন, ২০২২ ১৩:০৭

দুই ইনিংস মিলিয়ে পরের টেস্টে দলের ব্যাটারদের কাছ থেকে পাঁচ শ-সাড়ে পাঁচ শ রান প্রত্যাশা করছেন সাকিব।

ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় প্রথম টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ৭ উইকেটে ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে সেইন্ট লুসিয়ায়। যে কারণে ভুলত্রুটি শুধরে নেয়ার কিছুটা সময় পাচ্ছে টাইগার বাহিনী।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করে নিয়েছেন দলের ব্যাটিং বিপর্যয়ের কথা। তার মতে, আরও দেড় শ রান বেশি হলে লড়াই করতে পারত সফরকারী দল।

দুই ইনিংস মিলিয়ে পরের টেস্টে দলের ব্যাটারদের কাছ থেকে পাঁচ শ-সাড়ে পাঁচ শ রান প্রত্যাশা করছেন সাকিব।

রোববার রাতে সাকিব বলেন, ‘আসলে সেইন্ট লুসিয়ার উইকেট দেখার আগে তেমন কিছু বলাটা কঠিন। এই ম্যাচ থেকে আমরা কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। বিশেষ করে ডে থ্রি বা ডে ফোরের পারফরম্যান্সটা। আরও ১৫০টা রান বেশি করতে পারলে বা ২ ইনিংস মিলিয়ে ৫০০/৫৫০ রান হলে লড়াই করতে পারতাম।’

ব্যাট হাতে দলীয় বিপর্যয়ের মাঝেও দুই ইনিংসে হাফ সেঞ্চুরি এসেছে সাকিবের ব্যাট থেকে। তবে দলের সবার কাছ থেকেই অবদান চাইছেন অধিনায়ক। তাহলেই লড়াই করা সম্ভব, বলছেন সাকিব।তিনি যোগ করেন, ‘আমরা দুই ইনিংস মিলিয়ে সাড়ে তিন শ করছি। আমাদের ১০০-১৫০ রান বেশি করতে হবে। সেটা খুব বেশি একটা রান না। প্রথম ইনিংসে আমরা কেউ রান করিনি। দ্বিতীয় ইনিংসেও বেশির ভাগ ব্যাটার রান করেনি। তার পরও সাড়ে তিন শ করেছি। সবার যদি কন্ট্রিবিউশন থাকে, কিছু প্লেয়ার যদি রান করতে পারে, তাহলে আমার মনে হয় এই রানটা করা সম্ভব। তেমনটা হলে আমাদের যে বোলিং অ্যাটাক আছে, আমরা লড়াই করতে পারব ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।’

দ্বিতীয় টেস্টের আগে এনামুল বিজয় দলের সঙ্গে যোগ দেয়ায় বিকল্প কিছুটা বেড়েছে ম্যানেজমেন্টের হাতে। আর সাকিব নিজেও বলেছেন রান খরায় ভোগা মুমিনুল হক চাইলে বিশ্রাম নিতে পারেন। টিম কম্বিনেশন চূড়ান্ত করতে আর ৪ দিন সময় পাচ্ছে সফরকারীরা।

এ বিভাগের আরো খবর